পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. ': " , " : " : : * : , . . o. ": " - ', ' . . . . . . . . . . . . . . . . . . , 蠍* 「鳶 *懿 、 . . . ಸ್ಫೀ . . r - . r - :----- ட்i o .تا ' . . . . . * ১৮০ খ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ [ ১৮৮৫, ৭ই মা ভাড় আনিয়াছিলেন, কিন্তু বড় ছোট। ঠাকুর হাসিয়া বলিতেছেন ভাড়গুলি বড় ছোট। কিন্তু ছেলেটি বেশ। আমি বলতে আন্তঃসাষ্ট্রষ্ঠাংটাে হয়ে দাড়ালে। কি ছেলেমানুষ।” । ভক্ত ও কামিনী।–“সাধু সাবধান' ] । বেলঘোরের তারক একজন বন্ধুসঙ্গে আসিয়া উপস্থিত হইলেন। । ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। ঘরে প্রদীপ জ্বলিতেছে। মাষ্টার ও দুই একটি ভক্তও বসিয়া আছেন। তারক বিবাহ করিয়াছেন। বাপ মা ঠাকুরের কাছে আসিতে দেন না। কলিকাতায় বৌবাজারের কাছে বাস আছে, সেইখনেই আজকাল * তারক প্রায় থাকেন। তারককে ঠাকুর বড় ভালবাসেন। সঙ্গী ছোকরাটি একটু তমোগুণী। ধৰ্ম্ম বিষয় ও ঠাকুরের সম্বন্ধে একটু - ব্যঙ্গভাব। তারকের বয়স আন্দাজ বিংশতি বৎসর। তারক আসিয়। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ (তারকের বন্ধুর প্রতি )—একবার দেবালয় সব দেখে || alة 7ى . বন্ধু—৪ সব দেখা আছে। শ্রীরামকৃষ্ণ–আচ্ছা, তারক যে এখানে আসে, এটা কি খারাপ ? বন্ধু—ত আপনি জানেন । শ্রীরামকৃষ্ণ—ইনি (মাষ্টার ) হেড মাষ্টার। । বন্ধু—ও । . : ঠাকুর তারককে কুশল প্রশ্ন করিতেছেন । । আর তাহাকে সম্বোধন করিয়া অনেক কথা কহিতেছেন। তারক অনেক কথাবাৰ্ত্তার পর বিদায় গ্রহণ করিতে উদ্যত হইলেন। ঠাকুর তাহাকে নানা বিষয়ে সাবধান করিয়া দিতেছেন।