পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরমন্দিরে ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ : ঐরামকৃষ্ণ (তারকের প্রতি )—সাধু সাবধান! কামিনী-কাঞ্চন । থেকে সাবধান ! মেয়েমাহষের মায়াতে একবার ডুবলে আর উঠবার । জো নাই। বিশালক্ষ্মীর দ ; যে একবার পড়েছে সে আর উঠতে পারে । না! আর এখানে এক একবার আসবি । তারক—বাড়িতে আসতে দেয় না। ।

একজন ভক্ত—যদি কারু মা বলেন তুই দক্ষিণেশ্বরে যাস্ নাই। : যদি দিব্য দেন আর বলেন, যদি যাস তো আমার রক্ত খাবি — । [ শুধু ঈশ্বরের জন্য গুরুবাক্য লঙ্ঘন ] - শ্রীরামকৃষ্ণ—যে মা ও কথা বলে সে মা নয়;—সে অবিদ্যারূপিনী সে মার কথা না শুনলে কোন দোষ নাই। সে মা ঈশ্বর লাভের পর্থে’। বিঘ্ন দেয়। ঈশ্বরের জন্য গুরুজনের বাক্য লঙ্ঘনে দোষ নাই । ভরত । রামের জন্য কৈকেয়ীর কথা শুনে নাই। গোপীরা কৃষ্ণদৰ্শনের জন্য । পতিদের মানা শুনে নাই। প্রহ্নাদ ঈশ্বরের জন্য বাপের কথা শুনে । নাই । বলি ভগবানের প্রীতির জন্য গুরু শুক্রাচার্য্যের কথা শুনে নাই । বিভীষণ রামকে পাবার জন্য জ্যেষ্ঠ ভাই রাবণের কথা শুনে নাই । “তবে ঈশ্বরের পথে যেও না, এ কথা ছাড়া আর সব কথা শুনবি ! দেখি তোর হাত দেখি ” এই বলিয়া ঠাকুর তারকের হাত কত ভারী যেন দেখিতেছেন। একটু পরে বলিতেছেন, “একটু ( আড়) আছে,–কিন্তু ওটুকু যাবে। তাকে একটু প্রার্থনা করিস্, আর এখানে এক একবার আসিস্—ওটুকু যাবে । কলকাতার বউবাজারে বাসা তুই করেছিস্ ?” - তারক—আজ্ঞা না, তারা করেছে। - শ্রীরামকৃষ্ণ(সহাস্তে )– তারা করেছে না তুই করেছিস্ ? বাঘের ভয়ে ? ঠাকুর কামিনীকে কি বাঘ বলিতেছেন। । A.