পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রিল ও । ভক্তদের । r ד 1 r. স্ত্রীরামকৃষ্ণ (মাষ্টারকে )—রাখাল বাড়িতে আছে। তারও শরীর ভাল নয়, ফোড়া হয়েছে। একটি ছেলে বুঝি তার হবে শুনলাম। পল্ট ও বিনোদ বসিয়া আছেন । । শ্রীরামকৃষ্ণ (পণ্টর প্রতি সহাস্তে)—তুই তোর বাবাকে কি বললি। (মাষ্টারের প্রতি )—ওর বাবাকে ও নাকি জবাব করেছে, এখানে আসবার কথায় । (পণ্টর প্রতি )—তুই কি বললি ? - পণ্ট—বললুম, হঁ। আমি তার কাছে যাই, এ কি অন্যায় ? (ঠাকুর ও মাষ্টারের হাস্য )। যদি দরকার হয় আরো বেশী বলব । শ্রীরামকৃষ্ণ (সহাস্তে, মাষ্টারের প্রতি )—না, কিগো অতদূর ! মাষ্টার-আজ্ঞা না, অতদূর ভাল নয়! (ঠাকুরের হাস্য )। শ্রীরামকৃষ্ণ (বিনোদের প্রতি )—তুই কেমন আছিস্ ? সেখানে গেলি না ? 'r বিনোদ—আজ্ঞা, যাচ্ছিলাম—আবার ভয়ে গেলাম না! একটু অসুখ করেছে, শরীর ভাল নয়। . . শ্রীরামকৃষ্ণ— চ না সেইখানে, বেশ হাওয়া, সেরে যাবি। ছোট নরেন আসিয়াছেন। ঠাকুর মুখ ধুইতে যাইতেছেন। ছোট নরেন গামছা লইয়া ঠাকুরকে জল দিতে গেলেন। মাষ্টারও সঙ্গে সঙ্গে আছেন । - ছোট নরেন পশ্চিমের বারান্দার উত্তর কোণে ঠাকুরের পা ধুইয়। দিতেছেন, কাছে মাষ্টার দাড়াইয়া আছেন । স্ত্রীরামকৃষ্ণ-ভারী ধূপ। ।