পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৫, ৬ই এপ্রিল (তুই লুক্কাইয়ে রেখেছিস, ও মাধবী ! ) (অবলা সরলা পেয়ে ) ( আমি বঁচি না বাচি না ) (মাধবী ও মাধবী, মাধব বিনে ( মাধব অদর্শনে) । ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ মাঝে আখর দিতেছেন,— (সে মথুরা কতদূর | যেখানে আমার প্রাণবল্লভ ) ঠাকুর সমাধিস্থ স্পন্হীন দেহ নকক্ষণ স্থির রহিয়াছেন। । ঠাকুর কিঞ্চিৎ প্রকৃতিস্থ ; কিন্তু এখনও ভাবাবিষ্ট । હરે অবস্থায় ভক্তদের কথা বলিতেছেন। মাঝে মাঝে মার সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ (ভাবস্থ)—মা ! তাকে টেনে নিও, আমি আর ভাবতে পারি না ! (মাষ্টারের প্রতি ) তোমার সম্বন্ধী—তার দিকে একটু মন আছে । - * ( গিরিশের প্রতি ) “তুমি গালাগাল, খারাপ কথা, অনেক বলে ; তা হউক ও সব বেরিয়ে যাওয়াই ভাল। বদরক্ত রোগ কারু কারুর আছে। যত বেরিয়ে যায় ততই ভাল । “উপাধি নাশের সময়ই শব্দ হয়। কাঠ পোড়বার সময় চড় চড়, শব্দ করে। সব পুড়ে গেলে আর শব্দ থাকে না। “তুমি দিন দিন শুদ্ধ হবে। তোমার দিন দিন খুব উন্নতি হবে। লোকে দেখে অবাক হবে । আমি বেশী আসতে পারবো না,—তা হউক, তোমার এমনিই হবে।” ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাব আবার ঘনীভূত হইতেছে। আবার মার সঙ্গে কথা কহিতেছেন, “মা ! যে ভাল আছে তাকে ভাল করতে যাওয়া কি বাহাদুরী? মা ! মরাকে মেরে কি হবে ? যে খাড়া হয়ে রয়েছে তাকে মারলে তবে ত তোমার মহিমা !”