পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o o - o দেবেন্দ্রের বাটতে ভক্তসঙ্গে SNL ঠাকুর কিঞ্চিৎ স্থির হইয়া হঠাৎ একটু উচ্চৈঃস্বরে বলিতেছেন— “আমি দক্ষিণের থেকে এসেছি। যাচ্ছি গে৷ মা !” যেন একটি ছোট ছেলে দূর হইতে মার ডাক শুনিয়া উত্তর দিতেছে! ঠাকুর আবার নিম্পন্দ দেহ, সমাধিস্থ বসিয়া আছেন । ভক্তেরা অনিমেষলোচনে নিঃশব্দে দেখিতেছেন। ঠাকুর ভাবে আবার বলছেন, “আমি লুচি আর খাব নাই ।” পাড় হইতে দুই একটি গোস্বামী আসিয়াছিলেন–র্তাহারা উঠিয়া গেলেন।

  • - 1:

পরিচ্ছ : কুর গ্রীরামকৃষ্ণ (দবেন্দ্রের বাটীতে ভক্তসঙ্গে ঠাকুর ভক্তসঙ্গে আনন্দে কথাবাৰ্ত্ত কহিতেছেন। চৈত্র মাস, বড় গরম। দেবেন্দ্র , কুলপি বরফ তৈয়ার করিয়াছেন। ঠাকুরকে ও ভক্তদের খাওয়াইতেছেন । ভক্তরাও কুলপি খাইয়া আনন্দ করিতেছেন। মণি ৷ আস্তে আস্তে বলিতেছেন "Encore 1 Encore !’ ( অর্থাৎ আরও কুলপি দাও }, ও সকলে হাসিতেছেন। কুলপি দেখিয়া ঠাকুরের ঠিক বালকের ন্যায় আনন্দ হইয়াছে ! :સ, শ্রীরামকৃষ্ণ—বেশ কীৰ্ত্তন হ’লো । গোপীদের অবস্থা বেশ বললে— 'রে মাধবী, আমার মাধব দে ।' গোপীদের প্রেমোন্মাদের অবস্থা । কি আশ্চৰ্য্য ! কৃষ্ণের জন্য পাগল ! صی وی-ر একজন ভক্ত আর একজনকে দেখাইয়া বলিতেছেন—এর সখি ভাব-গোপীভাব। রাম—এর ভিতর দুইই আছে। মধুরভাব আবার জ্ঞানের কঠোর ভাবও আছে। - (eن --: ن)