পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবেন্দ্রের বাটতে ভক্তসঙ্গে of গান গাহিতেছেন ? নিজের অবস্থা স্মরণ করিয়া তাহার কি ভাবোল্লাস ভুল ? তাই কি গান কয়টি গাহিতেছেন ? গান—সহজ মানুষ না হলে, সহজকে না যায় চেনা। গান-দরবেশ দাড়ারে, সাধের করওয়া কিস্তিধারী। দাড়ারে ও তোর ভাব ( রূপ ) নেহারি | গান—এসেছেন এক ভাবের ফকির। ( ও সে ) হিন্দুর ঠাকুর, মুসলমানের পীর ॥ গিরিশ ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুরও গিরিশকে নমস্কার করিলেন। দেবেন্দ্রাষ্ট্রঞ্জক্তর ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিলেন। હ્યું * স্থানার দক্ষিণ উঠানে আসিয়া দেখেন যে, তক্তাপোশের উপর তাই "াড়ার একটি লোক এখনও নিদ্রিত রহিয়াছেন ; তিনি বলিলেন “উঠ উঠ"। লোকটি চক্ষু মুছিতে মুছিতে উঠিয়া বলিতেছেন; পরমহংসদেব কি এসেছেন ? সকলে হো হো করিয়া হাসিতে । লাগিলেন । লোকটি ঠাকুরের আসিবার আগে আসিয়াছিলেন, ঠাকুরকে দেখিবার জন্য। গরম বোধ হওয়াতে উঠানের তক্তাপোশে মাছর পাতিয়া নিদ্রাভিভূত হইয়াছিলেন। ঠাকুর দক্ষিণেশ্বরে যাইতেছেন । গাড়িতে মাষ্টারকে আনন্দে বলিতেছেন —“খুব কুলপি খেয়েছি! তুমি (আমার জন্য) নিয়ে যেও গোটা চার পাচ ” ঠাকুর আবার বলছেন, “এখন এই কটি ছোকরার উপর মন টানছে,–ছাট নরেন, পূর্ণ, আর তোমার সম্বন্ধী। মাষ্টার—দ্বিজ ? শ্রীরামকৃষ্ণ-না, দ্বিজ তো আছে। তার বড়টির উপর মন যাচ্ছে। মাষ্টার—ও: - ঠাকুর আনন্দে গাড়িতে যাইতেছেন। - حيحيه