পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ খণ্ড গ্রঞ্চ পরিচ্ছে । ঠাকুর গ্রীরামকৃষ্ণ বলরাম-মন্দির ভক্তসঙ্গে [ ঠাকুরের নিজমুখে কথিত সাধনা বিবরণ ] | ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্ৰীযুক্ত বলরামের বৈঠকখানায় ভক্তসঙ্গে বসিয়া আছেন। গিরিশ, মাষ্টার, বলরাম-ক্রমে ছোটু, নরেন, পণ্ট, দ্বিজ, পূর্ণ মহেন্দ্র মুখুয্যে, ইত্যাদি—অনেক ভক্ত উপ্লট আছে . தி: ক্রমে ব্রাহ্মসমাজের শ্ৰীযুক্ত ত্ৰৈলোক্য সান্তাল, জয়গোপী সেন প্রভৃতি অনেক ভক্ত আসিলেন । মেয়ে ভক্তেরা অনেকেই আসিয়াছেন র্তাহারা চিকের আড়ালে বসিয়া ঠাকুরকে দর্শন করিতেছেন। মোহিনী পরিবারও আসিয়াছেন,—পুত্ৰশোকে উন্মাদের ন্যায়—তিনি ও তাহা স্যায় সন্তপ্ত অনেকেই আসিয়াছেন, এই বিশ্বাস যে ঠাকুরের কা:ে নিশ্চয়ই শান্তিলাভ হইবে । আজ ১লা বৈশাখ, চৈত্র কৃষ্ণা ত্রয়োদশী, ১২ই এপ্রিল, রবিবা ১৮৮৫ খৃষ্টাব্দ, বেলা ৩টা হইবে । মাষ্টার আসিয়া দেখিলেন, ঠাকুর ভক্তের মজলিস্ করিয়া বসি আছেন ও নিজের সাধনা বিবরণ ও নানাবিধ আধ্যাত্মিক অবস্থা বর্ণ করিতেছেন। মাষ্টার আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলে ও তাহার অাদেশে তাহার কাছে আসিয়া বসিলেন । স্ত্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি)—সে সময়ে (সাধনার সময়ে) ধ্যা