পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৪ । ঐশ্রীরামকৃষ্ণকথামৃত —৩য় ভাগ [ ১৮৮৫, ১২ই এপ্রিম । [ পরিবারের বন্ধন ] শ্রীরামকৃষ্ণ (হরির প্রতি.)—তুই কেন আসিস নাই ? তোর পরিবার এসেছে বুঝি ? হরি—আজ্ঞা, না । - শ্রীরামকৃষ্ণ—তবে কেন ভুলে গেলি ? হরি–আজ্ঞা, অসুখ করেছিল । শ্রীরামকৃষ্ণ (ভক্তদের )—কাহিল হয়ে গেছে,—ওর ভক্তি ত কম নয়, ভক্তির চোট দ্যাখে কে । উৎপেতে ভক্তি । ( হাস্য )। ঠাকুর একটি ভক্তের পরিবারকে ‘হাবীর মা’ বলতেন । হাবীর মার ভাই আসিয়াছে, কলেজে পড়ে, বয়স আন্দাজ কুড়ি । তিনি ব্যাট খেলিতে যাইবেন,—গাত্ৰোখান করিলেন । ছোট ভাইও ঠাকুরের ভক্ত, সেই সঙ্গে গমন করিলেন । কিয়ৎক্ষণ পরে দ্বিজ ফিরিয়া আসিলে ঠাকুর বলিলেন, “তুই গেলিনি।” * একজন ভক্ত বলিলেন, “উনি গান শুনিবেন তাই বুঝি ফিরে এলেন ।” অজ ব্রাহ্মভক্ত শ্ৰীযুক্ত ত্ৰৈলোক্যের গান হইবে। পণ্ট আসিয়া উপস্থিত। ঠাকুর বলিতেছেন কে রে,—পস্ট যে রে ! আর একটি ছোকরা ভক্ত (পূর্ণ) আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর তাহাকে অনেক কষ্টে ডাকাইয়া আনিয়াছেন, বাড়ির লোকের কোনও মতে আসিতে দিবেন না। মাষ্টার যে বিদ্যালয়ে পড়ান সেই বিদ্যালয়ে পঞ্চম। শ্রেণীতে এই ছেলেটি পড়েন । ছেলেটি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্ৰণাম করিলেন। ঠাকুর নিজের কাছে তাহাকে বসাইয়া আস্তে আস্তে কথা কহিতেছেন—মাষ্টার শুধু কাছে বসিয়া আছেন, অন্যান্য ভক্তেরা অন্তমনস্ক হইয়া আছেন। গিরিশ এক পাশে বসিয়া কেশবচরিত পড়িতেছেন।