পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. . . . . . . . . . - . . . . . . . . . . . . .” . . . . . . . . মাষ্ট্রর আস্তে আস্তে বলিতেছেন, গৌর নিতাই তোমরা ভাই। . . ঠাকুরও ঐ গানটি গাইতে বলিতেছেন। | ত্ৰৈলোক্য ও ভক্তেরা সকলে মিলিয়া গাইতেছেন,— । গৌর নিতাই তোমরা ভাই পরম দয়াল হে প্রভু। ঠাকুরও যোগদান করিলেন। সমাপ্ত হইলে আর একটি ধরিলেন— যাদের হরি বলতে নয়ন করে তারা ভাই এসেছে রে । যারা মার খেয়ে প্রেম যাচে তারা তারা ভাই এসেছে রে । যারা ব্রজের কানাই বলাই তারা তারা ভাই এসেছে রে । যারা আচণ্ডালে কোল দেয় তারা তারা দুভাই এসেছে রে । ঐ গানের সঙ্গে ঠাকুর আর একটা গান গাইতেছেন,— নদে টলমল করে গৌরপ্রেমের হিল্লোলে রে । ঠাকুর আবার ধরিলেন,— কে হরি বোল হরি বোল বলিয়ে যায় । যা রে মাধাই জেনে আয় । বুঝি গেীর যায় আর নিতাই যায় রে । যাদের সোনার নূপুর রাঙ্গা পায় । যাদের দ্যাড়া মাথা ছেড়া কাথা রে । যেন দেখি পাগলেরই প্রায়। ছোট নরেন বিদায় লইতেছেন— । খ্রীরামকৃষ্ণ—তুই বাপ মাকে খুব ভক্তি করবি –কিন্তু ঈশ্বরের পথে বাধা দিলে মানবিনি। খুব রোক আনবি—শালার বাপ ! ছোট নরেন—কে জানে আমার কিছু ভয় হয় না । গিরিশ বাড়ি হইতে আবার আসিয়া উপস্থিত। ঠাকুর ত্ৰৈলোক্যের সহিত আলাপ করাইয়া দিতেছেন ; আর বলিতেছেন, একটু আলাপ