পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রামকৃষ্ণ কারাম-মদিৱে গিরিশ প্রভৃতি ভক্তসঙ্গে ২১৯ । তোমরা কর। একটু আলাপের পর ত্ৰৈলোক্যকে বলিতেছেন, সেই ৷ - . r" - গানটি আর একবার,=ত্ৰৈলোক্য গাইতেছেন,— [ বিকিট খাম্বাজ—ঠংর । ভয় শচীনন্দন, গৌর গুণাকর, প্রেম পরশমণি ভাব রস সাগর। কিবা সুন্দর মূরতিমোহন আঁখিরঞ্জন কনকবরণ, কিবা মৃণালনিন্দিত, আজানুলম্বিত, প্রেম প্রসারিত, কোমল যুগল কর । কিবা রুচির বদন কমল, প্রেমরসে ঢল ঢল, চিকুর কুন্তল চার গণ্ডস্থল, হরিপ্রেমে বিহ্বল, অপরূপ মনোহর । মহাভাবে মণ্ডিত, হরি রসে রঞ্জিত, আনন্দে পুলকিত অঙ্গ, প্রমত্ত মাতঙ্গ, সোনার গৌরাঙ্গ, তাবেশে বিভোর অঙ্গ, অকুরাগে গর গর। হরিগুণগায়ক, প্রেমরস নায়ক, সাধু হৃদি রঞ্জক, * * অলোকসামান্ত, ভক্তিসিন্ধু শ্রীচৈতন্য, আহা ভাই বলি চণ্ডালে, - প্রেমভরে লন কোলে, নাচেন টু বাহু তুলে, হরি বোল হরি বলে, অবিরল ঝরে জল নয়নে নিরন্তর ! কোথা হরি প্রাণধন ব’লে করে রোদন, মহাস্বেদ কম্পন, হুঙ্কার গর্জন, পুলকে রোমাঞ্চিত, শরীর কদম্বিত, ধুলায় বিলুষ্ঠিত সুন্দর কলেবর । হরি লীলা রস-নিকেতন, ভক্তিরস প্রস্রবণ, দীনজনবান্ধব, বঙ্গের গৌরব, ধন্য ধন্ত শ্রীচৈতন্য প্রেম শশধর । ‘গৌর হাসে কাদে নাচে গায়’– এই কথা শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়া দাড়াইয়া পড়িলেন,–একেবারে বাহশূন্ত ! কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া—শ্ৰীত্ৰৈলোক্যকে অকুনয় বিনয় করিয়া । বলিতেছেন, “একবার সেই গানটি !—কি দেখিলাম রে ” । ত্ৰৈলোক্য গাইতেছেন,— ।