পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ত্রীরামকৃষ্ণ (ত্ৰৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি )—এ দিকের আনন্দ পেলে ওটা ভাল লাগে না, ভগবানের আনন্দ লাভ করলে সংসার আলুনি বোধ হয় । শাল পেলে আর বনাত ভাল লাগে না । ত্ৰৈলোক্য—সংসার যারা করবে তাদের কথা আমি বলছি,—যার ত্যাগী তাদের কথা বলছি না । n - শ্রীরামকৃষ্ণ—ও সব তোমাদের কি কথা !—যারা ‘সংসারে ধৰ্ম্ম’ ‘সংসারে ধৰ্ম্ম করছে, তারা একবার যদি ভগবানের আনন্দ পায় তাদের আর কিছু ভাল লাগে না, কাজের সব অঁাট কমে যায়, ক্রমে যত আনন্দ বাড়ে কাজ আর করতে পারে না,—কেবল সেই আনন্দ খুঁজে খুজে বেড়ায় ! ভগবানের আনন্দের কাছে বিষয়ানন্দ আর রমণামন্দ ! একবার ভগবানের আনন্দের আস্বাদ পেলে সেই আনন্দের জন্য ছুটোছুটি করে বেড়ায়, তখন সংসার থাকে আর যায়। “চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে,—সাত সমুদ্র যত নদী পুষ্করিণী সব ভরপুর । তবু সে জল খাবে না। ছাতি ফেটে যাচ্ছে তবু খাবে না ! স্বাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হঁ ক’রে আছে ! “বিনা স্বাতিকি জল সব ধুর ' [ আনা মদ ও দিক রাখা ] “বলে দিক রাখবো । 'আনা মদ খেলে মানুষ দিক রাখতে চায়, আর খুব মদ খেলে কি আর ছুদিক রাখা যায় ! “ঈশ্বরের আনন্দ পেলে আর কিছু ভাল লাগে না । তখন কামিনীকাঞ্চনের কথা যেন বুকে বাজে। (ঠাকুর কীৰ্ত্তনের সুরে বলিতেছেন) ‘আন লোকের আন কথা, কিছু ভাল ত লাগে না ? তখন ঈশ্বরের জন্ত প্লাগল হয়, টাকা-ফাকা কিছুই ভাল লাগে না ।”