পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ খণ্ড । ঐরামকৃষ্ণ কলিকাতায় বস্তু-বলরাম মন্দিরে ಇ fಥ್ರ? নরেন্দ্র ও হাজরা মহাশয় ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ বলরামের দ্বিতলের বৈঠকখানায় ভক্তসঙ্গে বসিয়া আছেন । সহাস্য বদন। ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন । নরেন্দ্র মাষ্টার, ভবনাথ, পূর্ণ পণ্ট, ছোট নরেন, গিরিশ, রামবাবু, দ্বিজ, বিনোদ ইত্যাদি অনেক ভক্ত চতুর্দিকে বসিয়া আছেন।

  • আজ শনিবার—বেলা ৩টা—বৈশাখ কৃষ্ণাদশমী ৯ই মে, ১৮৮৫ ।

বলরাম বাড়িতে নাই, শরীর অমুস্থ থাকাতে, মুঙ্গেরে জলবায়ু পরিবর্তন করিতে গিয়াছেন। জ্যেষ্ঠ কন্যা (এখন স্বর্গগত ) ঠাকুর ও ভক্তদের নিমন্ত্ৰণ করিয়া আনিয়া মহোৎসব করিরাছেন। ঠাকুর খাওয়া-দাওয়ার পর একটু বিশ্রাম করিতেছেন। ঠাকুর মাষ্টারকে বার বার জিজ্ঞাসা করিতেছেন, “তুমি বল, আমি কি উদার ?” ভবনাথ সহস্তে বলিতেছেন, “উনি আর কি বলবেন, চুপ ক’রে থাকবেন ।” - একজন হিন্দুস্থানী ভিখারী গান গাইতে আসিয়াছেন। ভক্তেরা দুই একটি গান শুনিলেন। গান নরেন্দ্রের ভাল লাগিয়াছে। তিনি গায়ককে বলিলেন, ‘আবার গাও। r শ্রীরামকৃষ্ণ—থাক থাক, আর কাজ নাই, পয়সা কোথায় ? (নরেন্দ্রর প্রতি) তুই ত বললি! - o