পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* Revelation আবার বিচার হইতে লাগিল। নরেন্দ্র বিচার করিতেছেন! নরেন্দ্রের বয়স এখন ২২ বৎসর চার মাস হইবে । নরেন্দ্র ( গিরিশ, মাষ্টার প্রভৃতিকে )–শাস্ত্রই বা বিশ্বাস কেমন । ক'রে করি ! মহানিৰ্ব্বাণতন্ত্র একবার বলছেন, ব্ৰহ্মজ্ঞান না হ'লে মg. হবে। আবার বলে, পাৰ্ব্বতীর উপাসনা ব্যতীত আর উপায় ন9, মন্ত্রসংহিতায় ময় লিখছেন মন্ত্রর কথা । Moses লিখছেন pentateuch, তারই নিজের মৃত্যুর কথা বর্ণনা! “সাংখ্য দর্শন বলছেন, ঈশ্বরাসিদ্ধেঃ’ ঈশ্বর আছেন, এ প্রমাণ করবার যো নাই । আবার বলে, বেদ মানতে হয়, বেদ নিত্য । “তা বলে এ সব নাই, বলছি না ! বুঝতে পারছি না, বুঝিয়ে দাও ! শাস্ত্রের অর্থ যার যা মনে এসেছে তাই করেছে। এখন কোনট zir : White light (cas aitzii) Red medium-sa (zita কাচের ) মধ্য দিয়ে এলে লাল দেখায় Green medium-এর মধ্য দিয়ে এলে green দেখায় ।” একজন ভক্ত—গীত ভগবান বলেছেন। শ্রীরামকৃষ্ণ-গীত সব শাস্ত্রের সার। সন্ন্যাসীর কাছে আর কিছু না থাকে, গীতা একখানি ছোট থাকবে । একজন ভক্ত—গীতা শ্রীকৃষ্ণ বলেছেন ! নরেন্দ্ৰ—শ্ৰীকৃষ্ণ বলেছেন, না ইয়ে বলেছেন – ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবাক হইয়া নরেন্দ্রেয় এই কথা শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ–এ সব বেশ কথা হচ্ছে । “শাস্ত্রের দুই রকম অর্থ—শব্দার্থ ও মৰ্ম্মার্থ। মৰ্ম্মার্থ টুকু লতে হয় ; যে অর্থ ঈশ্বরের বাণীর সঙ্গে মিলে। চিঠির কথা, আর যে ব্যক্তি

  • [ ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ–শাস্ত্র ও ঈশ্বরের বাণী R