পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নরেন্দ্ৰ—কোনটি । . - পল্ট-দেখিলে তোমার সেই অতুল প্রেম আননে, । } কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে । নরেন্দ্র সেই গানটি গাইতেছেন— is a দেখিলে তোমার সেই অতুল প্রেম-আননে, কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে। অরুণ উদয়ে আধার যেমন যায় জগৎ ছাড়িয়ে, তেমনি দেব তোমার জ্যোতি মঙ্গলময় বিরাজিলে, ভকত হৃদয় বীতশোক তোমার মধুর সাম্বনে । அறி তোমার করুণা, তোমার প্রেম, হৃদয়ে প্রভু ভাবিলে, উথলে হৃদয় নয়ন বারি রাখে কে নিবারিয়ে ? জয় করুণাময়, জয় করুণাময় তোমার প্রেম গাইয়ে, যায় যদি যাক প্রাণ তোমার কৰ্ম্ম সাধনে । মাষ্টারের অনুরোধে আবার গাইতেছেন । মাষ্টার ও ভক্তেরা অনেকে হাত যোড় করিয়া গান শুনিতেছেন । গান—হরি রস মদিরা পিয়ে মন মানস মাত রে । একবার লুটহ অবনীতল, হরি হরি বলে কাদ রে । g ( গতি কর কর বলে ) । । গভীর নিনাদে হরিনামে গগন ছাও রে, নাচ হরি বলে ছ বাহু তুলে, হরি নাম বিলাও রে । ( লোকের দ্বারে দ্বারে ) । হরি প্রেমানন্দরসে অতুদিন ভাস রে, - গাও হরিনাম, হও পূর্ণ কাম, নীচ বাসনা নাশ রে । •