পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ది २8a শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত— ડા ভাগ । ઝિન્ટ, ૨૦ભ মে মহিমা—একটা জিজ্ঞাস্য আছে । ভক্ত–এর এক কালে ত নিৰ্ব্বাণ চাই ? [ পূৰ্ব্বাকথা—তোতার ক্রমান—IS Nirvana the End of Life শ্রীরামকৃষ্ণ—নিৰ্ব্বাণ যে চাই এমন কিছু না । এই রকম আছে যে, নিত্যকৃষ্ণ র্তার নিত্যভক্ত ! চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম | “যেমন চন্দ্র যেখানে, তারাগণও সেখানে । নিত্য কৃষ্ণ, নিত্য ভক্ত ! তুমিই ত বল গে, অন্তৰ্ব্বহির্যদিহরি-স্তপস ততঃ কিম্ *—আর তোমায় ত ৰুলেছি যে বিষ্ণু অংশে ভক্তির বীজ যায় না। আমি এক জ্ঞানীর পাল্লায় পড়েছিলুম, এগার মাস বেদান্ত শুনালে । কিন্তু ভক্তির বীজ আর যায় না। ফিরে ঘুরে সেই মা মা ! যখন গান করতুম হাংট কাদতো—বলতে, ‘আরে কেয়া রে!” দেখ, অত বড় জ্ঞানী কেঁদে ফেলতো ! ( ছোট নরেন ইত্যাদির প্রতি ) এইটে জেনে রেখে— আলেখ লতার জল পেটে গেলে গাছ হয় । ভক্তির বীজ একবার পড়লে অব্যর্থ হয়, ক্রমে গাছ, ফল, ফুল, দেখা দিবে। “মুষলং কুলনাশনম্। মুঘল যত ঘসেছিল, ক্ষয় হয়ে হয়ে একটু সামান্ত ছিল । সেই সামান্ততেই যত্নবংশ ধ্বংস হয়েছিল । হাজার জ্ঞান বিচার করে, ভিতরে ভক্তির বীজ থাকলে, আবার ফিরে ঘুরে— হরি হরি হরিবোল।” • অন্তর্বাহদি হরিস্তপসা ততঃ কিম্ নাস্তবহির্ঘদি হরিস্তপসা স্তত: কিম্। আরাধিতে যদি হরিস্তপসা তমঃ কিম্, নারাধিতো যদি হরিস্তুপস তত কিম্। বিরম বিরম ব্ৰহ্মন কিং তপস্যাঙ্ক বংস, ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্ৰং শঙ্করং জ্ঞানসিন্ধু । লভ লভ হরিভক্তিং বৈষ্ণবোৰ্ত্তাং স্বপক্কাম, ভব নিগড়নিবন্ধচ্ছেদনীং কৰ্ত্তরাঞ্চ ॥ . t