পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তদশ খণ্ড । স্ত্রীরামকৃষ্ণ কাপ্তেন, নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে দক্ষিণেশ্বরে গ্ৰথম পরিচ্ছেদ ঠাকুরের গলার অমুখের সূত্রপাত স্ত্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীমন্দিরে সেই পূৰ্ব্বপরিচিত ঘরে বিশ্রাম করিতেছেন। আজ শনিবার, ১৩ই জুন, ১৮৮৫, জ্যৈষ্ঠ শুক্ল প্রতিপদ, । জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। বেলা তিনট। ঠাকুর খাওয়া দাওয়ার পর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন। পণ্ডিতজী মেঝের উপর মাছুরে বসিয়া আছেন। একটি শোকাতুরা ব্রাহ্মণী ঘরের উত্তরের দরজার পাশে দাড়াইয়া আছেন । কিশোরীও আছেন। মাষ্টার আসিয়া প্রণাম করিলেন। সঙ্গে দ্বিজ ইত্যাদি। অখিল বাবুর প্রতিবেশীও বসিয়া আছেন। তাহার সঙ্গে একটি আসামী ছোক্রা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু অসুস্থ আছেন। গলায় বিচি হইয়া সর্দির ভাব। গলার অসুখের এই প্রথম সূত্রপাত । বড় গরম পড়াতে মাষ্টারেরও শরীর অসুস্থ। ঠাকুরকে সৰ্ব্বদা দর্শন করিতে দক্ষিণেশ্বরে আসিতে পারেন নাই । শ্রীরামকৃষ্ণ–এই যে তুমি এসেছ। বেশ বেলটি! তুমি কেমন আছ? মাষ্টার—আজ্ঞা, আগেকার চেয়ে একটু ভাল আছি । শ্রীরামকৃষ্ণ—বড় গরম পড়েছে ! একটু একটু বরফ খেয়ো । আমারও বাপু বড় গরম পড়ে কষ্ট হয়েছে। গরমেতে বুলপি বরফ—