পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७२ डीडीब्रांमङ्गककथांबङ-७ जांभ [****, १७३ छुन , শ্রীরামকৃষ্ণ—দেখ দেখ, তার ইচ্ছা নাই,জোর করে বিবাহ দিচ্ছে, ঠাকুর একটি ভক্তকে জ্যেষ্ঠ ভ্রাতাকে ভক্তি করিতে বলিতেছেন – “জ্যেষ্ঠ ভাই, পিতা সম, খুব মানবি।” । - দ্বিতীয় পরিচ্ছেদ গ্রীরামকৃষ্ণ ও গ্রীরাধিকাতত্ত্ব—জন্মমৃত্যুতত্ত্ব পণ্ডিতজী বসিয়া আছেন, তিনি উত্তর পশ্চিমাঞ্চলের লোক । শ্রীরামকৃষ্ণ (সহাস্তে, মাষ্টারের প্রতি )—খুব ভাগবতের পণ্ডিত। মাষ্টার ও ভক্তেরা পণ্ডিতজীকে এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ ( পণ্ডিতের প্রতি )–আচ্ছা জী ! যোগমায়া কি ? পণ্ডিতজী যোগমায়ার এক রকম ব্যাখ্যা করিলেন । স্ত্রীরামকৃষ্ণ—রাধিকাকে কেন যোগমায়া বলে না ? পণ্ডিতজী এই প্রশ্নের উত্তর এক রকম দিলেন । তখন ঠাকুর নিজেই বলিতেছেন,—রাধিক বিশুদ্ধসত্ত্ব, প্রেমময়ী ! যোগমায়ার ভিতর তিন গুণই আছে, সত্ত্ব রজঃ তমঃ । শ্রীমতীর ভিতর বিশুদ্ধ সত্ত্ব বই আর কিছুই নাই । ( মাষ্টারের প্রতি ) নরেন্দ্র এখন শ্রীমতীকে খুব মানে, সে বলে, সচ্চিদানন্দকে যদি ভালবাসতে শিখতে হয় ত রাধিকার কাছে শেখা যায় । - “সচ্চিদানন্দ নিজে রসাস্বাদন করতে বাধিকার স্বষ্টি করেছেন। সচ্চিদানন্দ কৃষ্ণের অঙ্গ থেকে রাধা বেরিয়েছেন। সচ্চিদানন্দ কৃষ্ণই “আধার' আর নিজেই শ্রীমতীরূপে ‘আধেয়,’—নিজের রস আস্বাদন করতে—অর্থাৎ সচ্চিদানন্দকে ভালবেসে আনন্দ সম্ভোগ করতে । “ভাই বৈষ্ণবদের গ্রন্থে আছে, রাধা জন্মগ্রহণ করে চোখ খুলেন