পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরে পণ্ডিতজী, কাপ্তেন, নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে دوہ ছোট খাটটিতে বসিয়া ঠাকুরদের নামকীৰ্ত্তনাস্থর ঠাকুর ঐরামকৃষ্ণ । মায়ের ধান করিতেছেন। আরতি হইয়া গেল। কিয়ৎক্ষণ পরে । ঠাকুর এদিক ওদিক ঘরে পায়চারি করিতেছেন ও ভক্তদের সঙ্গে মাঝে মাঝে কথা কহিতেছেন। আর কলিকাতায় যাইবার জন্য মাষ্টারের সঙ্গে পরামর্শ করিতেছেন । এমন সময় নরেন্দ্র আসিয়া উপস্থিত। সঙ্গে শরৎ ও আরও দুই একটি ছোকরা। তাহারা আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। নরেন্দ্রকে দেখিয়া ঠাকুরের স্নেই উথলিয়া পড়িল। যেমন কচি ৷ ছেলেকে আদর করে, ঠাকুর নরেন্দ্রের মুখে হাত দিয়া আদর করিতে লাগিলেন ও স্নেহপূর্ণ স্বরে বললেন, “তুমি এসেছ!” ঘরের মধ্যে পশ্চিমাস্ত হইয়া ঠাকুর দাড়াইয়া আছেন। নরেন্দ্র ও আর কয়টি ছোকরা ঠাকুরকে প্রণাম করিয়া পূৰ্ব্বাস্ত হইয় তাহার সম্মুখে কথা কহিতেছেন। ঠাকুর মাষ্টারের দিকে মুখ ফিরাইয়া বলিতেছেন, “নরেন্দ্র এসেছে, আর যাওয়া যায় ? লোক দিয়ে নরেন্দ্রদের ডেকে পাঠিয়েছিলাম ; আর যাওয়া যায় ? কি বল ?” মাষ্টার—যে আজ্ঞা, আজ তবে থাক । শ্রীরামকৃষ্ণ–আচ্ছা কাল যাব, হয় নৌকায় নয় গাড়িতে। (অন্যান্য ভক্তদের প্রতি ) তোমরা তবে এস আজ, রাত হ’ল। ভক্তেরা সকলে একে একে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ।