পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"নারদ বললে,—রাম ! তোমার কাছে আর কোনও বর চাই al, a আমাকে শুদ্ধা ভক্তি দাও, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ ৷ ন হই, এই আশীৰ্ব্বাদ করে। আন্তরিক তার কাছে প্রার্থনা করলে, র্তাতে মন হয়,—ঈশ্বরের পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। পাপ ও পরলোক—মৃত্যুকালে ঈশ্বরচিন্তা-ভরত রাজ। ] “আমাদের কি বিকার যাবে’ !—“আমাদের আর কি হবে”—আমরা পাপী’—-এ সব বুদ্ধি ত্যাগ করে । ( নন্দ বসুর প্রতি) আর এই চাই—“একবার রাম বলেছি, আমার আবার পাপ !” নন্দ বস্তু-পরলোক কি আছে? পাপের শান্তি । শ্রীরামকৃষ্ণ—তুমি আম খাও না! তোমার ও সব হিসাবে দরকার কি ? পরলোক আছে কিনা—তাতে কি হয়—এ সুর খবর! “আম খাও। স্বয়ম্প্রয়োজদ-র্তীতে ভক্তি—” নন্দ বসু-আর্মগাছ কোথা ? আম পাই কোথা ? শ্রীরামকৃষ্ণ-গাছ! তিনি অনাদি অনন্ত ব্ৰহ্ম! তিনি আছেনই, . তিনি নিত্য ! তবে একটি কথা আছে—তিনি কল্পতরু—’ “কালকিল্পতরু মূলে রে মন, চারি ফল কুড়ায়ে পাবি ! "কাউরুর কাছে গিয়ে প্রার্থনা করতে হয়, তবে ফল পাওয়া যায়, —তবে ফল তরুর মূলে পড়ে,—তখন কুড়িয়ে লওয়া যায়। চারি arজ্ঞানীর মুক্তি (মোক্ষফল) চায়, ভক্তেরা ভক্তি চায়,—অহেতুকী ভত্তি । তারা ধৰ্ম্ম, অর্থ, কাম চায় না । নিধবলোকের কথা বলছ । গীতার মত,—মৃত্যুকালে যা ভাব বে। ছু ভরত রাজা হরিণ' 'হরিণ করে শোকে প্রাণত্যাগ ।