পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐনন্দ বসুর বাটতে ভক্তসঙ্গে ২৯৩ : শ্রীরামকৃষ্ণ (নন্দ বসুর প্রতি )—গীতার মত—অনেকে যাকে গণে মানে, তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। তোমাতে ঈশ্বরের শক্তি আছে । নন্দ বসু-শক্তি সকল মানুষেরই সমান। শ্রীরামকৃষ্ণ (বিরক্ত হইয়া)—ঐ এক তোমাদের কথা –সকল লোকের শক্তি কি সমান হতে পারে বিভুরূপে তিনি সৰ্ব্বভূতে এক হয়ে আছেন বটে, কিন্তু শক্তিবিশেষ । “বিদ্যাসাগরও ঐ কথা বলেছিল,—তিনি কি কারুকে বেশী শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন ? তখন আমি বললাম—“যদি শক্তি ভিন্ন না হয়, তা হ'লে তোমাকে আমরা কেন দেখতে এসেছি ? তোমার মাথায় কি দুটাে শিং বেরিয়েছে?” ঠাকুর গাত্ৰোখান করিলেন। ভক্তের সঙ্গে সঙ্গে উঠিলেন। পশুপতি সঙ্গে সঙ্গে প্রত্যুদগমন করিয়া দ্বারদেশে পৌছাইয়া দিলেন।