পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯৮ খ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ ( ১৮৮৫, ২৮শে জুলাই আসিয়া দঁাড়াইতেছেন। পাড়ার কতকগুলি ছোকরা ৰৈ সকলেই ঠাকুরের আগমন সংবাদ শুনিয়া ব্যস্ত হইয়া মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছে । ছোট নরেন জানালার উপর ছেলেরা উঠিয়াছে দেখিয়া বলিতেছেন, —ওরে তোরা ওখানে কেন ? যা, যা, বাড়ি যা । ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ সস্নেহে বলিতেছেন, “না, থাক না, থাক না ।” ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, “হরি ওঁ ! হরি ওঁ !” শতরঞ্জির উপর একখানি আসন দেওয়া হইয়াছে, তাহার উপর শ্ৰীৱামকৃষ্ণ বসিয়াছেন । ঐকতান বাছের ছোকরাদের গান গাহিতে বলা হইল । তাহাদের বসবার সুবিধা হইতেছে না, ঠাকুর তাহার নিকটে শতরঞ্জিতে বসিবার জন্য তাহাদের আহবান করিলেন । ঠাকুর বলিতেছেন, “এর.উপরেই বস না । এই আমি লিছি।” এই বলিয়া আসন গুটাইয়া লইলেন। ছোকরার গান গাহিতেছে— কেশব কুরু করুণ দীনে কুঞ্জকাননচারী । মাধবমনোমোহনু মোহনমুরলীধারী। (হরিবোল হরিবোল হরিবোল! মন আমার ) ইব্রজকিশোর কালীয়হর কাতরভয়ভঞ্জন, নয়ন বাক, বাকা শিখিপাখা, রাধিকা হৃদিরঞ্জন ; গোবৰ্দ্ধনধারণ, বনকুসুমভূষণ দামোদর কংসদপহারী, স্যামরাসরসবিহারী। ( হরিবোল হরিবোল হরিবোল ! মন আমার ) । ... গান—এস মা জীবন উমা—ইত্যাদি । শ্রীরামকৃষ্ণ—আহা কি গান !—কেমন বেহালা !—কেমন বাজনা ! একটি ছোকরা ফুট বাজাইতেছিলেন। তাহার দিকে ও অপর আর &