পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: - . - : . . . . ." - ז לו "יאיון "יוני ... ... o. . . . . . .ده . . . ৩.২ খ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ ( ১৮৮৫, ২৮শে জুলাই । স্ত্রীরামকৃষ্ণ-বল দেখি সে ফাকটি কি ? . . মণি—সে ফাকটি আপনি । আপনার ভিতর দিয়ে সব দেখা যায় —সেই দিগ দিগন্তব্যাপী মাঠ দেখা যায় । ঐরামকৃষ্ণ অতিশয় সন্তুষ্ট, মণির গা চাপড়াইতে লাগিলেন। আর লিলেন, “তুমি যে ঐটে বুঝে ফেলেছ –বেশ হয়েছে।” । । মণি—ঐটে শক্ত কিনা ; পূৰ্ণব্ৰহ্ম হয়ে ঐটুকুর ভিতর কেমন করে । থাকেন, ঐট বুঝা যায় না। স্ত্রীরামকৃষ্ণ—তারে কেউ চিনলি না রে! ও সে পাগলের বেশে ( দীনহীন কাঙ্গালের বেশে ) ফিরছে জীবের ঘরে ঘরে । । মণি-আর আপনি বলেছিলেন যীশুর কথা। । শ্রীরামকৃষ্ণ—কি, কি ? মণি—য মল্লিকের ধাগানে যীশুর ছবি দেখে ভাবসমাধি হয়েছিল । আপনি দেখেছিলেন যে যীশুর মুক্তি ছবি থেকে এসে আপনার ভিতর ' মিশিয়ে গেল । a • ঠাকুর কিয়ৎকাল চুপ করিয়া আছেন। তারপর আবার মণিকে বলিতেছেন—“এই যে গলায় এইটে হয়েছে, ওর হয় ত মানে আছে —সব লুেকের কাছে পাছে হালকামী করি –না হ’লে যেখানে সেখানে নাচ গাওয়া তো হ’য়ে যেত ।” 婚 ঠাকুর দ্বিজর কথা কহিতেছেন। বলিতেছেন, “দ্বিজ এল না ?” মণি—বলেছিলাম আসতে। আজ আসবার কথা ছিল ; কিন্তু কেন এল না, বলতে পারি না । - শ্রীরামকৃষ্ণ—তার খুব অনুরাগ । আচ্ছা, ও এখানকার একটা কেউ হবে ( অর্থাৎ সাঙ্গোপাঙ্গের মধ্যে একজন হবে ), না ? মণি-আজ্ঞা হা, তাই হবে, তা না হ’লে এত অনুরাগ ।