পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ খণ্ড । এ পরিচ্ছদ * ঠাকুর রামকৃষ্ণ স্বামপুকুরের বাটত ভক্তসঙ্গ ঐঐবিজয় দশমী। ১৮ই অক্টোবর, ১৮৮৫ খৃষ্টাদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটতে আছেন। শরীর অমুস্থ—কলিকাতায় চিকিৎসা করিতে আসিয়াছেন। ভক্তেরা সৰ্ব্বদাই থাকেন, ঠাকুরের সেবা করেন। ভক্তদের মধ্যে এখন কেহ সংসার ত্যাগ করেন নাই—তাহার। নিজের বাটা হইতে যাতায়াত করেন। •%. [ সুরেন্দ্রের ভক্তি—'মা হৃদয়ে থাকুন' ] শীতকাল সকাল বেলা ৮টা। ঠাকুর অসুস্থ, বিছানায় বসিয়৷ আছেন। কিন্তু পঞ্চমবর্ষীয় বালকের মত, মা বই কিছু জানেন না । সুরেন্দ্র আসিয়া বসিলেন। নবগোপাল, মাষ্টার ও আরও কেহ কেহ উপস্থিত আছেন। সুরেন্দ্রের বাটতে ৬ছুর্গাপূজা হইয়াছিল। ঠাকুর যাইতে পারেন নাই, ভক্তদের প্রতিমা দর্শন করিতে পাঠাইয়াছিলেন । আজ বিজয়, তাই সুরেন্দ্রের মন খারাপ হইয়াছে। সুরেন্দ্ৰ—বাড়ী থেকে পালিয়ে এলাম। স্ত্রীরামকৃষ্ণ (মাষ্টারকে )—তা হলেই বা। মা হৃদয়ে থাকুন। সুরেন্দ্র মা মা করিয়া পরমেশ্বরীর উদেশে কত বঙ্গ কহিতে লাগিলেন । ঠাকুর সুরেন্দ্রকেদেখিতে দেখিতে অশ্রু বিসর্জন করিতেছেন। মাষ্টারের দিকে তাকাইয়া গদগদম্বরে বলিতেছেন, কি ভক্তি । আহা, এর যা ভক্তি আছে! - t