পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১৮ শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ L ১৮৮৫, ১৮ছ অক্টোবর মাষ্টার—আজ্ঞা হা। এখানে এলে হতবুদ্ধি হয়ে পড়েন। কি ঔষুধ দিতে হবে আদপেই সে কথা তোলেন না। আমরা মনে ক’রে দিলে তবে বলেন, হা হা ঔষধ দিতে হবে। ക്ക് বৈঠকখানা ঘরে ভক্তের কেহ কেহ গান গাহিতেছিলেন। ঠাকুর যে ঘরে আছেন, সেই ঘরে তাহারা ফিরিয়া আসিলে পর ঠাকুর বলিতেছেন,—“তোমরা গান গাচ্ছিলে—তাল হয় না কেন ? কে একজন বেতালসিদ্ধ ছিল—এ তাই!” (সকলেই স্বাস্ত) | ‘ ছোট নরেনের আত্মীয় ছোৱা আসিয়াছে। খুব সাজগোজ, আর চক্ষে চশমা। ঠাকুর ছোট নরেনের সহিত কথা কহিতেছেন। , ঐরামকৃষ্ণ-দেখ, এই রাস্তা দিয়ে একজন ছোকরা যাচ্ছিল, প্লেটওলা জামা পরা। চলবার যে ঢঙ ! প্লেটটা সামনে রেখে সেইখানট। চাদর খুলে দেয়—আবার এদিক ওদিক চায়—কেউ দেখছে কি না। চলবার সময় কাকাল ভাঙ্গা । (সকলের হাস্য )। একবার দেখি না। “ময়ুর পাখা দেখায়। কিন্তু পা-গুলো বড় নোংরা ! (সকলের হাস্য) । উট বড় কুৎসিত ;–তার সব কুৎসিত ” নরেনের আত্মীয়-কিন্তু আচরণ ভাল। শ্রীরামকৃষ্ণ—ভাল। তবে কাটা ঘাস খায়—মুখদে রক্ত পড়ে, তবুও খাবে! সংসারী, এই ছেলে মরে, আবার ছেলে ছেলে করে।