পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২২ শ্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ [ ১৮৮৫, ৩০শে অক্টোবর জন্ম ত হবেই না ; কোনও জীব, জন্তু, গাছপালা কিছুই হতে পারবেন না ! ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে, তারপর অনেক জন্মের পর যদি কখনও মাতুষ হন ! • ডাক্তার—ও বাবা । - - মাষ্টার—আর বলেছেন, আপনাদের যে Science নিয়ে জ্ঞান সে মিথ্যা জ্ঞান। . এই আছে এই নাই । তিনি উপমাও দিয়েছেন । যেমন छूर्छि পাতকুয় আছে । একটি পাতকুয়ার জল নীচের Spring Co আসছে ; দ্বিতীয় পাতকুয়ার Spring নাই, তবে বর্ষার জলে পরিপূর্ণ হয়েছে। সে জল কিন্তু বেশীদিন থাকবার নয়। আপনার Scienceএর জ্ঞানও, বর্ষার পাতকুয়ার জলের মতো শুকিয়ে যাবে। ডাক্তার ( ঈষৎ হাসিয়া )—বটে ; গাড়ি কর্ণওয়ালিস্ স্ত্রীটে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার সরকার শ্ৰীযুক্ত প্রতাপ ডাক্তারকে তুলিয়া লইলেন । তিনি গত কল্য ঠাকুরকে দেখিতে গিয়াছিলেন । তৃতীয় পরিচ্ছেদ ডাক্তার সরকারের প্রতি উপদেশে—জ্ঞানীর ধ্যান ঠাকুর সেই দোতলার ঘরে বসিয়া আছেন,—কয়েকটি ভক্তসঙ্গে । ডাক্তার সরকার এবং প্রতাপের সঙ্গে কথা কহিতেছেন । । ডাক্তার ( শ্রীরামকৃষ্ণের প্রতি )—আবার কাশি হয়েছে ? (সহাস্তে) তা কাশীতে যাওয়া ত ভাল । ( সকলের হাস্য )। শ্রীরামকৃষ্ণ (সহস্তে )—তাতে ত মুক্তি গো ! আমি মুক্তি চাই না, ভক্তি চাই । ( ডাক্তার ও ভক্তেরা হাসিতেছেন )। {..