পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীযুক্ত প্রতাপ, ডাক্তার ভাদুড়ীর জামাতা। ঠাকুর প্রতাপকে দেখিয়া ভাদুড়ীর গুণগান করিতেছেন। - স্ত্রীরামকৃষ্ণ (প্রতাপকে )—আহ, তিনি কি লোক হয়েছেন। ঈশ্বর-চিন্তা, শুদ্ধাচার, আর নিরাকার সাকার সব ভাব নিয়েছেন। । মাষ্টারের বড় ইচ্ছা যে ইটপাটকেলের কথাটি আর একবার হয়। তিনি ছোট নরেনকে আস্তে আস্তে—অথচ ঠাকুর যাহাতে শুনিতে পান —এমন ভাবে বলিতেছেন, “ইটপাটকেলের কথাটি ভাদুড়ী কি বলেছেন মনে আছে ?” । Y শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে, ডাক্তারের প্রতি )—আর তোমায় কি বলেছেন জান ? তুমি এ সব বিশ্বাস করো না, মন্বন্তরের পর তোমার ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে। (সকলের হাস্য )। ডাক্তার (সহস্তে )—ইটপাটকেল থেকে আরম্ভ করে অনেক জন্মের পর যদি মানুষ হই, আবার এখানে এলেই ত ইটপাটকেল থেকে আবার আরম্ভ । ( ডাক্তারের ও সকলের হাস্থ্য )। ঠাকুর এত অসুস্থ, তবুও তাহার ঈশ্বরীয় ভাব হয় ও তিনি ঈশ্বরের কথা সৰ্ব্বদা কন, এই কথা হইতেছে । প্রতাপ—কাল দেখে গেলাম ভগবাবস্থা । শ্রীরামকৃষ্ণ—সে আপনি হয়ে গিয়েছিল ; বেশী নয়। ডাক্তার-কথা আর ভাব এখন ভাল নয়। শ্রীরামকৃষ্ণ ( ডাক্তারের প্রতি )—কাল যে ভাবাবস্থা হয়েছিল, তাতে তোমাকে দেখলাম। দেখলাম, জ্ঞানের আকর-–কিন্তু মজক একেবারে শুষ্ক, আনন্দরস পায় নাই । ( প্রতাপের প্রতি ) ইনি ( ডাক্তার ) যদি একবার আনন্দ পান, অধঃ উধের পরিপূর্ণ দেখেন । আর আমি যা বলছি তাই ঠিক, আর অন্তেরা যা বলে তা ঠিক নয়, এ