পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতায় শ্যামপুকুর বাটতে ভক্তসঙ্গে স্ত্রীরামকৃষ্ণ ৩২৫ ৷ প্রতাপ (সরকারের প্রতি)—ভাবতে গেলে সব ছায়। । ছায়া। বস্তু না হলে ছায় কি! এদিকে বলছে God real আবার Creation unreal Creations real. প্রতাপ-আচ্ছ আরশিতে যেমন প্রতিবিম্ব, তেমনি মনরুপ । আরশিতে এই জগৎ দেখা যাচ্ছে। * * * ডাক্তার—একটা বস্তু না থাকলে কি প্রতিবিম্ব ? নরেন—কেন ঈশ্বর বস্তু ? [ ডাক্তার চুপ করিয়া রহিলেন। [ জগৎ চৈতন্য ও Science—ঈশ্বরই কৰ্ত্ত ] শ্রীরামকৃষ্ণ ( ডাক্তারের প্রতি )—একটা কথা তুমি বেশ বলেছে। ভাবাবস্থা যে মনের যোগে হয়, এটি আর কেউ বলেনি তুমিই বলেছে । “শিবনাথ বলেছিল, বেশী ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়। বলে জগৎ চৈতন্যকে চিন্তা ক’রে অচৈতন্য হয় ! বোধস্বরূপ, র্যার বোধে জগৎ বোধ করছে, তাকে চিন্তা করে অবোধ ! “আর তোমার Science এটা মিশলে ওটা হয়, ওটা মিশলে এটা হয় ; ওগুলো চিন্তা করলে বরং বোধশূন্য হতে পারে, কেবল জড়গুলো ঘেঁটে !” ডাক্তার—ঞ্চতে ঈশ্বরকে দেখা যায় । মণি—তবে মানুষে আরও স্পষ্ট দেখা যায়। আর মহাপুরুষে আরও বেশী দেখা যায়। মহাপুরুষে বেশী প্রকাশ । ডাক্তার—হা মানুষেতে বটে। শ্রীরামকৃষ্ণ—তাকে চিন্তা করলে অচৈতন্য ! যে চৈতন্তে জড় পৰ্য্যন্ত চেতন হয়েছে, হাত পা শরীর নড়ছে ! বলে শরীর নড়ছে, কিন্তু