পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরামকৃষ্ণ-ওগুলো কিভাবে না । মাষ্টার—ম্ভাববেন বই কি। তবে নানা কাজ, অনেক কথা ভূলে যায়। আজকেও বেশ বললেন, তিনি যখন বললেন, ‘ও তান্ত্রিকের উপাসনা-জননী রমণী।’ । - - - - স্ত্রীরামকৃষ্ণ—আমি কি বললুম! মাষ্টার-আপনি বললেন,হেলে গরুওয়াল ভাগবত পণ্ডিতের কথা। (স্ত্রীরামকৃষ্ণের হাস্য)। আর বললেন, সেই রাজার কথা যে বলেছিল, ‘তুমি আগে বোঝে ! (স্ত্রীরামকৃষ্ণের হাস্য)। “আর বললেন, গীতার কথা । গীতার সার কথা কামিনী-কাঞ্চন ত্যাগ,—কামিনী-কাঞ্চনে আসক্তি ত্যাগ। ডাক্তারকে আপনি বললেন যে সংসারী হয়ে (ত্যাগী না হয়ে ) ও আবার কি শিক্ষা দেবে ? তা তিনি বুঝতে বোধ হয় পারেন নাই। শেষে ধারা’ ‘ধারা’ বলে চাপা দিয়ে গেলেন ।” . ঠাকুর ভক্তের জন্য চিন্তা করিতেছেন ;–পূর্ণ বালক ভক্ত, র্তাহার জন্য। মণীন্দ্রও বালক ভক্ত ; ঠাকুর তাহাকে পূর্ণের সঙ্গে আলাপ করিতে পাঠাইলেন। .