পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

। श्ो পরিচ্ছে জগন্মাতা ৮কালীপূজা শরৎকাল, অমাবস্যা, রাত্রি ৭টা । সেই উপরের ঘরেই পূজার সমস্ত আয়োজন হইয়াছে। নানাবিধ পুষ্প, চন্দন, বিল্বপত্র, জবা, পায়স ও নানাবিধ মিষ্টান্ন ঠাকুরের সম্মুখে ভক্তেরা আনিয়াছেন । ঠাকুর বসিয়া আছেন। ভক্তেরা চতুদিকে ঘেরিয়া বসিয়া আছেন। শরৎ, শশী, রাম, গিরিশ, চুনিলাল, মাষ্টার, রাখাল, নিরঞ্জন, ছোট নরেন, বিহারী প্রভৃতি অনেকগুলি ভক্ত । ঠাকুর বলিতেছেন, "ধুনা আন।” কিয়ৎক্ষণ পরে ঠাকুর জগন্মাতাকে সমস্ত নিবেদন করিলেন । মাষ্ট্রার কাছে বসিয়া আছেন। মাষ্টারের দিকে তাকাইয়া বলিতেছেন, “একটু সবাই ধ্যান করে।” ভক্তেরা সকলে একটু ধান করিতেছেন। । দেখিতে দেখিতে গিরিশ ঠাকুরের পাদপদ্মে মালা দিলেন। মাষ্টারও গন্ধপুষ্প দিলেন। তার পরেই রাখাল। তারপর রাম প্রভৃতি সকল ভক্তেরা চরণে ফুল দিতে লাগিলেন। নিরঞ্জন পায়ে ফুল দিয়া ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলিয়া ভূমিষ্ঠ হইয়া, পায়ে মাথা দিয়া প্রণাম করিতেছেন। ভক্তেরা সকলে জয় ! জয় মা ! ধ্বনি করিতেছেন । - দেখিতে দেখিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছেন। কি আশ্চৰ্য্য ! ভক্তেরা অদ্ভূত রূপান্তর দেখিতেছেন। ঠাকুরের জ্যোতিৰ্ম্ময় বদনমণ্ডল । দুই হস্তে বরাভয় । ঠাকুর নিম্পদ বাহশূন্য! উত্তরাস্ত &