পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলকাতায় শ্বামপুকুর বাটতে ভক্তসঙ্গে ঐরামকৃষ্ণ ৩৪৫ ঠাকুর ভক্তবৃন্দের আনন্দের জন্য একটু পায়স মুখে দিতেছেন। কিন্তু একরারে ভাবে বিভোর বাহশূন্য হইলেন! কিয়ৎক্ষণ পরে ভক্তেরা সকলে ঠাকুরকে প্রণাম করিয়া প্রসাদ লইয়া বৈঠকখানা ঘরে গেলেন ও সকলে মিলিয়া আনন্দ করিতে করিতে সেই প্রসাদ পাইলেন। রাত ৯টা। ঠাকুর বলিয়া পাঠাইলেন— রাত হইয়াছে, সুরেন্দ্রের বাড়িতে আজ 9কালীপূজা হবে, তোমরা সকলে নিমন্ত্রণে যাও। ভক্তের আনন্দ করিতে করিতে সিমলা স্ত্রীটে সুরেন্দ্রের বাটতে উপস্থিত হইলেন। সুরেন্দ্র অতি যত্নসহকারে তাহাদিগকে উপরের বৈঠকখানা ঘরে লইয়া গিয়া বসাইলেন। বাটতে উৎসব। সকলেই গীত বাদ্য ইত্যাদি লইয়া আনন্দ করিতেছেন। সুরেন্দ্রের বাটতে প্রসাদ পাইয়া বাড়িতে ফিরিতে ভক্তদের প্রায় দুই প্রহরের অধিক রাত্রি হইযছিল।