পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োবিংশ খণ্ড কাশীপুর বাগানে ভক্তসঙ্গে প্রথম পরিচ্ছেদ श्रेश्वरद्रव्र ज़वृ] यीशूछ त्राव्राद्धप्रव्र वाइलठ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে উপরের সেই পূর্বপরিচিত ঘরে বসিয়া আছেন। দক্ষিণেশ্বর ৬কালীমন্দির হইতে খ্ৰীযুক্ত রাম চাটুয্যে র্তাহার কুশল সংবাদ লইতে আসিয়াছিলেন। ঠাকুর মণির সহিত সেই সকৰ্ণ কথা কহিতেছেন—বলিতেছেন—ওখানে (দক্ষিণেশ্বরে ) কি এখন বড় ঠাণ্ডা ? আজ ২১শে পৌষ, কৃষ্ণ চতুর্দশী, সোমবার, ৪ঠা জানুয়ারী ১৮৮৬ খ্ৰীষ্টাব্দ । অপরাহ্ন—বেলা ৪টা বাজিয়া গিয়াছে। নরেন্দ্র আসিয়া বসিলেন। ঠাকুর তাহাকে মাঝে মাঝে দেখিতেছেন ও তাহার দিকে চাহিয়া ঈষৎ হাসিতেছেন,–যেন তাহার স্নেহ উথলিয়া পড়িতেছে। মণিকে সঙ্কেত করিয়া বলিতেছেন,—“কেঁদেছিল!” ঠাকুর কিঞ্চিৎ চুপ করিলেন। আবার মণিকে সঙ্কেত করিয়া বলিতেছেন, “র্কাদতে কঁাদতে বাড়ি থেকে এসেছিল।” সকলে চুপ করিয়া আছেন । এইবার নরেন্দ্র কথা কহিতেছেন— নরেন্দ্ৰ—ওখানে আজ যাবে মনে করেছি। শ্রীরামকৃষ্ণ – কোথায় ? নরেন্দ্ৰ—দক্ষিণেশ্বরে—বেলতলায়,—ওখানে রাত্রে ধুনি জ্বালাবো। শ্রীরামকৃষ্ণ—না ; ওরা (ম্যাগাজিনের কর্তৃপক্ষীয়েরা ) দেবে না । পঞ্চবটী বেশ জায়গা,—অনেক সাধু ধ্যান জপ করেছে। £