পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশীপুর বাগানে ভক্তসঙ্গে ঐরামকৃষ্ণ ৩৪৯ । মণি—তার পর ? t নরেন্দ্ৰ—দিদিমার বাড়িতে, সেই পড়বার ঘরে পড়তে গেলাম। পড়তে গিয়ে পড়াতে একটা ভয়ানক আতঙ্ক এ’লে,—পড়াটা যেন कि ভয়ের জিনিস ! বুক আটুপাটু করতে লাগলো!-অমন কান্না কখনওঁ কাদি নাই। - " -: “তারপর বই-টই ফেলে দৌড় —রাস্ত দিয়ে ছুট। জুতোটুতে রাস্তায় কোথায় এক দিকে পড়ে রইলো। খড়ের গাদার কাছ দিয়ে । যাচ্ছিলাম,—গায়েময়ে খড়,--আমি দৌড়চ্চি—কাশীপুরের রাস্তায় ” । নরেন্দ্র একটু চুপ করিয়া আছেন। আবার কথা কহিতেছেন। । নরেন্দ্ৰ—বিবেক চূড়ামণি শুনে আরও মন খারাপ হয়েছে। শঙ্করাচাৰ্য্য বলেন-যে, এই তিনটি জিনিস অনেক তপস্যায়, অনেক । ভাগ্যে মেলে,—মনুষ্যত্বং মুমুক্ষত্ত্বং মহাপুরুষসংশ্রয়ঃ। “ভাবলাম আমারত তিনটিই হয়েছে —অনেক তপস্যার ফলে মানুষজন্ম হয়েছে, অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে,—আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে।” মণি—আহা ! r নরেন্দ্র—সংসার আর ভালো লাগে না । সংসারে যারা আছে তাদেরও ভাল লাগে না । দুই একজন ভক্ত ছাড়া । নরেন্দ্র অমনি আবার চুপ করিয়া আছেন। নরেন্দ্রের ভিতর তীব্র বৈরাগ্য ! এখনও প্রাণ আটুপাটু করিতেছে। নরেন্দ্র আবার কথ} কহিতেছেন । নরেন্দ্র (মণির প্রতি )—আপনাদের শান্তি হয়েছে, আমার প্রাণ অস্থির হচ্ছে! আপনারাই ধন্ত ! মণি কিছু উত্তর করিলেন না, চুপ করিয়া আছেন। ভাবিতেছেন