পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ । ভক্তদের তীব্র বৈরাগ্য-সংসার ও নরক যন্ত্রণা পরদিন মঙ্গলবার ৫ই জানুয়ারী, ২২শে পেষ। অনেকক্ষণ অমাবস্ত । আছে। বেলা ৪টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া । শ্রীরামকৃষ্ণ-ক্ষীরোদ যদি yগঙ্গাসাগর যায় তা হলে তুমি কম্বল । একখানা কিনেদিও। . . . . . . . মণি—যে আজ্ঞা। - ঠাকুর একটু চুপ করিয়া আছেন। আবার কথা কহিতেছেনN । শ্রীরামকৃষ্ণ-আচ্ছা, ছোকরাদের একি হচ্ছে বল দেখি ? কেউ শ্ৰীক্ষেত্রে পালাচ্ছে—কেউ গঙ্গাসাগরে ! ** * “বাড়ি ত্যাগ ক'রে ক’রে সব আসছে। দেখ না নরেন্দ্র । তীব্র বৈরাগ্য হ’লে সংসার পাতকুয়ো বোধ হয়, আত্মীয়েরা কালসাপ বোধ হয় । মণি—আজ্ঞা, সংসারে ভারী যন্ত্রণা ! শ্রীরামকৃষ্ণ-নরকযন্ত্রণা ! জন্ম থেকে । দেখছ ন—মগছেলে নিয়ে কি যন্ত্রণ ! মণি –আজ্ঞা হা । আর আপনি বলেছিলেন, ওদের (সংসারে ঢুকে নাই তাদের ) লেন-দেনা নাই, লেন-দেনার জন্য আটকে থাকতে হয় । - শ্রীরামকৃষ্ণ—দেখছ না—নিরঞ্জনকে ! তোর এই নে আমার এই দে’– বাস! আর কোনও সম্পর্ক নাই। পেছু টান নাই! কামিনীকাঞ্চনই সংসার। দেখন, টাকা থাকলেই বাঁধতে ইচ্ছা ক'রে । ।