পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t șł ૭tr ঐত্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ [ ১৮৮৬, ১৫ই মার্চ নরেন্দ্ৰ—আপনার ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা এক হয়ে গেছে । ঠাকুর একটু চুপ করিয়া আছেন—যেন কি ভাবিতেছেন । ঐরামকৃষ্ণ (নরেন্দ্র রাখালাদি ভক্তের প্রতি )—আর বললে কই হয় ? - “এখন দেখছি এক হ’য়ে গেছে । ননদিনীর ভয়ে কৃষ্ণকে শ্রীমতী বললেন, ‘তুমি হৃদয়ের ভিতর থাকে। যখন আবার ব্যাকুল হ’য়ে কৃষ্ণকে দর্শন করতে চাইলেন,—এমনি ব্যাকুলতা—যেমন বেড়াল আচর-পাচর করে,—তখন কিন্তু আর বেরয় না ।” রাখাল (ভক্তদের প্রতি, মৃদুস্বরে )–গেীর অবতারের কথা বলছেন । তৃতীয় পরিচ্ছেদ গুহকথা-ঠাকুর গ্রীরামকৃষ্ণ ও তাহার সাঙ্গোপাঙ্গ ভক্তেরা নিস্তব্ধ হইয়া বসিয়া আছেন। ঠাকুর ভক্তদের সস্নেহে দেখিড়েছেন, নিজের হৃদয়ে হাত রাখিলেন,—কি বলিবেন— শ্রীরামকৃষ্ণ ( নরেন্দ্রাদিকে )–এর ভিতর দুটি আছেন। একটি তিনি । - ভক্তেরা অপেক্ষা করিতেছেন আবার কি বলেন । স্ত্রীরামকৃষ্ণ–একটি তিনি—আর একটি, ভক্ত হয়ে আছে। তারই হাত ভেঙ্গেছিল—তারই এই অসুখ করেছে। বুঝেছ ? ভক্তেরা চুপ করিয়া আছেন । স্ত্রীরামকৃষ্ণ-কারেই বা বলব কেই বা বুঝবে