পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{} কাশীপুর বাগানে সাঙ্গোপাঙ্গসঙ্গে শ্রীরামকৃষ্ণ లురి আগে নাহি বুঝায়, রূপ হেরি ভুলক্ষ্ণ, হৃদি কৈতু চরণ যুগল । যমুনা সলিলে সই, অব তনু ডারব, আন সখী ভখিব গরল ॥ (কিবা ) কানন বল্লর, গল বেঢ়ি বাধই, নবীন তমালে দিব ফাস। নহে শ্যাম শ্যাম শ্যাম শ্যাম শ্যাম নাম-জপই, ছার ততু করিব বিনাশ ৷ গান শুনিয়া ঠাকুর ও ভক্তেরা মুগ্ধ হইয়াছেন । ঠাকুর ও রাখালের নয়ন দিয়া প্রেমাশ পড়িতেছে । নরেন্দ্র আবার ব্ৰজগোপীর ভাবে মাতোয়ারা হইয়া কীৰ্ত্তনের সুরে গাহিতেছেন— তুমি আমার, আমার বধু, কি বলি ( কি বলি তোমায় নাথ )। ( কি জানি কি বলি আমি অভাগিনী নারীজাতি ) ৷ তুমি হাতোকি দর্পণ, মাথোকি ফুল (তোমায় ফুলকরে কেশে পর্ব বঁধু । ( তোমায় কবরীর সনে লুকায়ে লুকায়ে রাখব বঁধু) ( শুামফুল পরিলে কেউ নখতে নারবে ) । তুমি নয়নের অঞ্জন, বয়ানের তাম্বুল ( তোমায় শু্যাম অঞ্জনে করে এখে পরবো বঁধু) ( শ্যাম অঞ্জন পরেছি বলে কেউ নখতে নারবে ) তুমি অঙ্গকি মৃগমদ গিমকি হার । ( শুামচন্দন মাখি শীতল হব বঁধু) তোমার হার কণ্ঠে পর্ব বঁধু তুমি দেহকি সৰ্ব্বস্ব গেচকি সার । পার্থীকো পাখ মীনকে পানি । তেয়সে হাম বঁধু তুয়া মানি ॥