পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ খণ্ড ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে নরেন্দ্রাদি ভক্ত-সঙ্গে গ্ৰথম পরিচ্ছেদ বুদ্ধদেব ও ঠাকুর গ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে কাশীপুরের বাগানে আছেন। আজ শুক্রবার বেলা ৫টা চৈত্র-শুক্লাপঞ্চমী । ৯ই এপ্রিল, ১৮৮৬। নরেন্দ্র, কালী, নিরঞ্জন, মাষ্টার নীচে বসিয়া কথা কহিতেছেন। নিরঞ্জন (মাষ্টারের প্রতি )—বিদ্যাসাগরের নূতন একটা স্কুল না কি হ'বে ? নরেনকে এর একটা কৰ্ম্ম যোগাড় ক'রে— নরেন্দ্ৰ—আর বিদ্যাসাগরের কাছে চাকরী ক'রে কাজ নাই ! নরেন্দ্র বুদ্ধগয়া হইতে সবে ফিরিয়াছেন। সেখানে বুদ্ধমূৰ্ত্তি দর্শন করিয়াছেন এবং সেই মূৰ্ত্তির সম্মুখে গভীর ধ্যানে নিমগ্ন হইয়াছিলেন। যে বৃক্ষের নীচে বুদ্ধদেব তপস্যা করিয়া নিৰ্ব্বাণ প্রাপ্ত হইয়াছিলেন, সেই বৃক্ষের স্থানে একটি নূতন বৃক্ষ হইয়াছে, তাহাও দর্শন করিয়াছিলেন। কালী বলিলেন, “একদিন গয়ার উমেশ বাবুর বাড়িতে নরেন্দ্র গান গাইয়াছিলেন,—মৃদঙ্গ সঙ্গে খেয়াল ধ্রুপদ ইত্যাদি।” শ্রীরামকৃষ্ণ হলঘরে বিছানায় বসিয়া। রাত্রি কয়েক দণ্ড হইয়াছে। মণি একাকী পাখা করিতেছেন –লাটু আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ ( মণির প্রতি )–একখানি গায়ের চাদর ও এক জোড়া চটি জুতা আনবে। মণি—যে আজ্ঞা। / &