পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশীপুর বাগানে সাঙ্গোপাঙ্গসাঙ্গ ঐরামকৃষ্ণ ৩৬৫ ৷ শ্রীরামকৃষ্ণ—(লাটুকে )—চাদর ॥99 ও জুতা, সৰ্ব্বশুদ্ধ কত দাম ? লাটু—এক টাকা দশ আনা । ঠাকুর মণিকে দামের কথা শুনিতে ইঙ্গিত করিলেন । নরেন্দ্র আসিয়া উপবিষ্ট হইলেন। শশী, রাখাল ও আরও দু একটি ভক্ত আসিয়া বসিলেন । ঠাকুর নরেন্দ্রকে পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন । শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে বলিতেছেন,—“খেয়েছিস্ ?” [ বুদ্ধদেব কি নাস্তিক —‘অস্তি নাস্তির মধ্যের অবস্থা । ] স্ত্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি, সহাস্তে )—ওখানে (অর্থাৎ বুদ্ধগয়ায়) গিছলো । মাষ্টার ( নরেন্দ্রের প্রতি )—বুদ্ধদেবের কি মত ? নরেন্দ্ৰ—তিনি তপস্যার পর কি পেলেন, তা মুখে বলতে পারেন নাই। তাই ব’লৈ সকলে বলে, নাস্তিক । শ্রীরামকৃষ্ণ (ইঙ্গিত করিয়া )-নাস্তিক কেন ? নাস্তিক নয়, মুখে বলতে পারে নাই। বুদ্ধ কি জান ? বোধ-স্বরূপকে চিন্তা করে করে, —তাই হওয়া,–বোধ স্বরূপ হওয়া । নরেন্দ্র-আজ্ঞে হঁ। এদের তিন শ্রেণী আছে,—বুদ্ধ, অহৎ আর বোধিসত্ব । শ্রীরামকৃষ্ণ–এ তারই খেল,—নুতন একটা লীলা । “নাস্তিক কেন হ’তে যাবে ! যেখানে স্বরূপকে বোধ হয়, সেখানে অস্তি নাস্তির মধ্যের অবস্থা ।” নরেন্দ্র ( মাষ্টারের প্রতি )–GH FFEIĘ contradictions o meet, CN Hydrogen oix. Oxygen-g শীতল জল তৈয়ার হয়,