পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. . . . .*.*.*. ... . y * - - - কাশীপুর বাগানে সাঙ্গোপাঙ্গসঙ্গে স্ত্রীরামকৃষ্ণ ' ৩ঙ৭ ' ঠাকুর চুপ করিয়া আছেন। এখনও কোনও কথা বলিতেছেন না। নরেন্দ্ৰ—শক্তি ফক্তি কিছু বুদ্ধ) মামৃতেন না –কেবল নিৰ্ব্বাণ । কি বৈরাগ্য ! গাছতলায় তপস্যা করতে বসলেন, আর বললেন— ইহৈব শুযুতু মে শরীরম্ " অর্থাৎ যদি নিৰ্ব্বাণলাভ না করি, তা হলে আমার শরীর এইখানে শুকিয়ে যাক —এই দৃঢ় প্রতিজ্ঞা! “শরীরই ত বদমাইস — ওকে জব্দ না করলে কি কিছু —” শশী—তবে যে তুমি বল, মাংস খেলে সত্বগুণ হয় –মাংস খাওয়া উচিত, এ কথা ত বল । নরেন্দ্ৰ—যেমন মাংস খাই,—তেমনি ( মাংস ত্যাগ করে ) শুধু ভাতও খেতে পারি— লুন না দিয়েও শুধু ভাত খেতে পারি। - , কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন। আবার বুদ্ধদেবের কথা ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন । শ্রীরামকৃষ্ণ ( বুদ্ধদেবের )—কি, মাথায় বুটি ? নরেন্দ্ৰ—আজ্ঞা না, রুদ্রাক্ষের মালা অনেক জড় করলে যা’ হয়, সেই রকম মাথায় । শ্রীরামকৃষ্ণ –চক্ষু ? নরেন্দ্ৰ—চক্ষু সমাধিস্থ । [ ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ দর্শন—‘আমিই সেই ] ঠাকুর চুপ করিয়া আছেন । নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা তাহাকে একদৃষ্টে দেখিতেছেন। হঠাৎ তিনি ঈষৎ হাস্য করিয়া আবার নরেন্দ্রের সঙ্গে কথা আরম্ভ করিলেন । মণি হাওয়া করিতেছেন । স্ত্রীরামকৃষ্ণ ( নরেন্দ্রের প্রতি )–আচ্ছা,—এখানে সব আছে, না ? —নাগাদৃ মসুর ডাল, ছোলার ডাল, তেঁতুল পৰ্য্যন্ত ।