পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছদ । ঈশ্বরকোটীর কি কৰ্ম্মফল, প্রারব্ধ আছে ? - (যাগবশিষ্ঠ পরদিন মঙ্গলবার, রামনবমী ; ১লা বৈশাখ, ১৩ই এপ্রিল, ১৮৮ খ্ৰীষ্টাব্দ। প্রাতঃকাল,—ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরের ঘরে শয্যায় বসিয় আছেন। বেল ৮টা ৯টা হইবে। মণি রাত্রে ছিলেন, প্রাতে গঙ্গ স্বান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। রাম ( দত্ত সকালে আসিয়াছেন ও প্রণাম করিয়া উপবেশন করিলেন । রা: ফুলের মালা আনিয়াছেন ও ঠাকুরকে নিবেদন করিলেন। ভক্তের অনেকেই নীচে বসিয়া আছেন। দুই একজন ঠাকুরের ঘরে আছেন রাম ঠাকুরের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ( রামের প্রতি )—কি রকম দেখছ ? রাম—আপনার সবই আছে। এখনই রোগের সব কথা উঠবে। ঐরামকৃষ্ণ ঈষৎ হাস্ত করিলেন ও সঙ্কেত করিয়া রামকে জিজ্ঞাসা করিতেছেন—রোগের কথাও উঠবে ?” ঠাকুরের চটি জুতা আছে, পায়ে লাগে। ডাক্তার রাজেন্দ্র দস্তু মাপ দিতে বলিয়াছেন,—তিনি ফরমাস্ দিয়া আনিবেন। ঠাকুরে পায়ের মাপ লওয়া হইল। এই পাতৃকা এখন বেলুড় মঠে পূজা হয় | শ্রীরামকৃষ্ণ মণিকে সঙ্কেত করিতেছেন, “কই, পাথরবাটি ?” ম৷ি তৎক্ষণাৎ উঠিয়া দাড়াইলেন,—কলিকাতায় পাথরবাটি আনিছে যাইবেন। ঐরামকৃষ্ণ বলিতেছেন, “থাক থাক এখন।” । {