পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মণি (শশীকে আস্তে আস্তে )—নমস্কার করে যেতে বল, কিছু শশী পাগলীকে নামাইয়া দিলেন । . আজ নব বর্ষারম্ভ, মেয়ে ভক্তের অনেকে আসিয়াছেন । ঠাকুরকে ও শ্ৰীশ্ৰীমাকে প্রণাম করিলেন ও র্তাহাদের আশীৰ্ব্বাদ লইলেন। শ্রীযুক্ত বলরামের পরিবার, মণিমোহনের পরিবার, বাগবাজারের ব্রাহ্মণী ও অন্তান্ত অনেক স্ত্রীলোক ভক্তেরা আসিয়াছেন । কেহ কেহ সন্তানাদি লইয়া আসিয়াছেন । 粤 তাহারা ঠাকুরকে প্রণাম করিতে উপরের ঘরে আসিলেন । কেহ কেহ ঠাকুরের পাদপদ্মে পুষ্প ও আবীর দিলেন। ভক্তদের দুইটি ৯/১০ বর্ষের মেয়ে ঠাকুরকে গান শুনাইতেছেন— - জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই । ফিরে ফিরে আসি, কত কাদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই ॥ গান—হরি হরি বলরে বীণে । গান—ঐ আসছে কিশোরী, ঐ দেখ এলো তোর নয়ন বঁকা বংশীধারী। গান—তুর্গানান জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রীদুর্গ বিনে কে করে উদ্ধার ? খ্রীরামকৃষ্ণ সঙ্কেত করিয়া বলিতেছেন, “বেশ মা মা বলছে !” ব্রাহ্মণীর ছেলেমানূসের স্বভাব । ঠাকুর হাসিয়া রাখালকে ইঙ্গিত করিতেছেন, “ওকে গান গাইতে বল না " ব্রাহ্মণী গান গাইতেছেন। ভক্তেরা হাসিতেছেন ।