পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশীপুর বাগানে সাঙ্গোপাঙ্গসঙ্গে ঐরামকৃষ্ণ " একলা পেয়েছি তোমায় নিধুবনে । । মেয়ের উপরের ঘর হইতে নীচে চলিয়া গেলেন । বৈকাল বেলা । ঠাকুরের কাছে মণি ও হ্ল একটি ভক্ত বসিয়া আছেন । নরেন্দ্র ঘরে প্রবেশ করিলেন । শ্রীরামকৃষ্ণ ঠিকই বলেন, নরেন্দ্ৰ যেন খাপ খোলা তরোয়ার লইয়া বেড়াইতেছেন। t সন্ন্যাসীর কঠিন নিয়ম ও নরেন্দ্র ] নরেন্দ্র আসিয়া ঠাকুরের কাছে বসিলেন। ঠাকুরকে শুনাইয় নরেন্দ্র মেয়েদের সম্বন্ধে যৎপরোনাস্তি বিরক্তিভাব প্রকাশ করিতেছেন,। মেয়েদের সঙ্গ ঈশ্বর লাভের ভয়ানক বিপ্ল,—বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ কোন কথা কহিতেছেন না, সকলি শুনিতেছেন । নরেন্দ্র আবার বলিতেছেন, আমি চাই শান্তি, আমি ঈশ্বর পর্য্যন্ত চাই না । শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে একদৃষ্টে দেখিতেছেন। মুখে কোন কথা নাই । নরেন্দ্র মাঝে মাঝে সুর করিয়া বলিতেছেন—সত্যম । জ্ঞানমনন্তম | রাত্রি আটটা । ঠাকুর শয্যাতে বসিয়া আছেন, দু একটি ভক্তও সম্মুখে বসিয়া । সুরেন্দ্র আফিসের কার্য্য সারিয়া ঠাকুরকে দেখিতে । আসিয়াছেন, হস্তে চারিটি কমলালেবু ও তুই ছড়া ফুলের মালা । সুরেন্দ্র ভক্তদের দিকে এক একবার ও ঠাকুরের দিকে এক একবার তাকাইতেছেন ; আর হৃদয়ের কথা সমস্ত বলিতেছেন । সুরেন্দ্র ( মণি প্রভৃতির দিকে তাকাইয়া )—আফিসের কাজ সব সেরে এলাম। ভাবলাম তুই নৌকায় পা দিয়ে কি হবে, কাজ সেরে আসাই ভাল। আজ ১লা বৈশাখ, আবার মঙ্গলবার ; কালীঘাটে