পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭৮ " ত্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ ( ১৮৮৬, ১৩ই এপ্রিল যাওয়া হলো না। ভাবলাম যিনি কালী—যিনি কালী ঠিক চিনেছেন, —র্তাকে দর্শন করলেই হবে । - ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্ত করিতেছেন। সুরেন্দ্র-গুরুদর্শনে, সাধুদর্শনে শুনেছি ফুল ফল নিয়ে আসতে হয়। তাই এইগুলি আনলাম। আপনার জন্য টাকা খরচ, তা ভগবান মন দেখেন। কেউ একটি পয়সা দিতে কাতর, আবার কেউ বা হাজার টাকা খরচ করতে কিছুই বোধ করে না। ভগবান মনের ভক্তি দেখেন তবে গ্রহণ করেন । ঠাকুর মাথা নাড়িয়া সঙ্কেত করিয়া বলিতেছেন, “তুমি ঠিক বলছে।” সুরেন্দ্র আবার বলিতেছেন, “কাল আসতে পারি নাই, ংক্রান্তি। আপনার ছবিকে ফুল দিয়ে সাজালুম।” শ্রীরামকৃষ্ণ মণিকে সঙ্কেত করিয়া বলিতেছেন, “আহা কি ভক্তি ” সুরেন্দ্ৰ—আসছিলাম, এই গাছ মালা আনলাম, দাম । ভক্তেরা প্রায় সকলেই চলিয়া গেলেন। ঠাকুর মণিকে পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন ও হাওয়া করিতে বলিতেছেন।