পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

في W. లు শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ [ ১৮৮৭, ২৫শে মাচ্চ “তিনি অন্নদা গুহকে বললেন, 'নরেন্দ্রের বাবা মারা গেছে, ওদের বড় কষ্ট, এখন বন্ধু বান্ধবরা সাহায্য করে তো বেশ হয় । “অন্নদা গুহ চলে গেলে আমি তাকে বকতে লাগলাম। বললাম, কেন আপনি ওর কাছে ও সব কথা বললেন ? তিনি তিরস্কৃত হয়ে কাদতে লাগলেন ও বললেন, ‘ওরে তোর জন্য যে আমি দ্বারে দ্বারে ভিক্ষা করতে পারি। “তিনি ভালবেসে আমাদের বশীভূত করেছিলেন। আপনি কি বলেন ?” m * মাষ্টার—অণুমাত্র সন্দেহ নাই। ওঁর অহেতুক ভালবাসা । . নরেন্দ্ৰ—আমায় একদিন একলা একটি কথা বললেন । আর কেহ ছিল না। এ কথা আপনি (আমাদের ভিতরে) আর কারুকে বলবেন না ? মাষ্টার—না, কি বলেছিলেন ? নরেন্দ্ৰ—তিনি বললেন, আমার ত সিদ্ধাই করবার যো নাই । তোর ভিতর দিয়ে করবো, কি বলিস্ ? আমি বললাম—‘না, তা হবে না।’ “ওঁর কথা উড়িয়ে দিতাম,—ওঁর কাছে শুনেছেন । ঈশ্বরের রূপ দর্শন করেন, এ বিষয়ে আমি বলেছিলাম, ‘ও সব মনের ভুল । “তিনি বললেন, ওরে, আমি কুটীর উপর চেচিয়ে বলতাম, ওরে কোথায়কে ভক্ত আছিস আয়,—তোদের না দেখে আমার প্রাণ যায় ! মা বলেছিলেন, ভক্তেরা সব আসবে,—তা দেখ, সব ত মিলছে ! . “আমি তখন আর কি বলব, চুপ করে রইলাম । [ নরেন্দ্রের অখণ্ডের ঘর—নরেন্দ্রের অহংকার } “এক দিন ঘরের দরজা বন্ধ করে দেবেন্দ্রবাবু ও গিরিশবাবুকে আমার বিষয় বলেছিলেন, ‘ওর ঘর বলে দিলে ও দেহ রাখবে না’ ।” o