পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- w

: - , ......... . ". ... * *... . . . . ' ' . .

• * - ' ' ... . . . . . . ' ' ' ...", . . . . . 1 , ? - - z + · · · · - t o - - - - - -- - , -- - কিছু বলতেন না! একদিন শুধু বললেন, রাখালকে ও সব কথা কিছু বলিস নি—তুই সমাজের Member হয়েছিস । ওরও, তা হলে, হতে ইচ্ছ। যাবে। - * * মাষ্টার—তোমার বেশী মনের জোর, তাই তোমায় বারণ করেন নাই । oit, নরেন্দ্ৰ—অনেক দুঃখ কষ্ট পেয়ে তবে এই অবস্থা হয়েছে। মাষ্টার মশাই, আপনি দুঃখ কষ্ট পান নাই তাই,–মানি দুঃখ কষ্ট না পেলে Resignation (F-CH HTS Tofo ) FH F-Absolute Dependence on God. “আচ্ছা, # * এত নম্র ও নিরহঙ্কার ; কত বিনয় ! আমায় বলতে পারেন, আমার কিসে বিনয় হয় ?” মাষ্টার—তিনি বলেছেন, তোমার অহঙ্কার সম্বন্ধে,– এ অহংকার ? নরেন্দ্ৰ—এর মানে কি ? মাষ্টার—অর্থাৎ রাধিকাকে একজন সখী বলেছেন, তোর অহংকার হয়েছে—তাই কৃষ্ণকে অপমান করলি । আর এক সখী তার উত্তর দিয়েছিল, হা অহঙ্কার শ্রীমতীর হয়েছিল বটে, কিন্তু এ “অহংকার অর্থাৎ কৃষ্ণ আমার পতি—-এই অহংকার,—কৃষ্ণই এ “অহং রেখে দিয়েছেন । ঠাকুরের কথার মানে এই, ঈশ্বরই এই অহঙ্কার তোমার ভিতরে রেখে দিয়েছেন, অনেক কাজ করিয়ে নেবেন এই জন্তু ! নরেন্দ্ৰ—কিন্তু আমি হাকডেকে বলে আমার দুঃখ নাই ! মাষ্টার ( সহাস্তে )—তবে সখ ক’রে হাকডাক করে । ( উভয়ের হাস্থ্য )। এইবার অন্ত অন্ত ভক্তদের কথা উঠিল—বিজয় গোস্বামী প্রভৃতির। নরেন্দ্ৰ—তিনি বিজয় গোস্বামীর কথা বলেছিলেন, ‘দ্বারে ঘা দিচ্ছে।