পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮৮ ’ গ্রঞ্জরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ [ ১৮৮৭, ৯ই এপ্রিল ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা বসিয়া প্রসাদ পাইলেন। মাষ্টারও সেই সঙ্গে প্রসাদ পাইলেন । . . . . সন্ধ্যা হইল। ধুনা দিবার পর ক্রমে আরতি হইল। দানাদের ঘরে রাখাল, শশী, বুড়োগোপাল ও হরিশ বসিয়া আছেন। মাষ্টারও আছেন । রাখাল ঠাকুরের খাবার খুব সাবধানে রাখিতে বলিতেছেন। রাখাল (শশী প্রভৃতির প্রতি )—আমি একদিন তার জলখাবার আগে খেয়েছিলাম। তিনি দেখে বললেন, তোর দিকে চাইতে পারছি না। তুই কেন এ কৰ্ম্ম করলি –আমি কাদতে লাগলুম। বুড়োগোপাল—আমি কাশীপুরে তার খাবারের উপর জোরে নিঃশ্বাস ফেলেছিলুম, তখন তিনি বললেন, ‘ও খাবার থাক । বারান্দার উপর মাষ্টার নরেন্দ্রের সহিত বেড়াইতেছেন ও উভয়ে' অনেক কথাবাৰ্ত্তা কহিতেছেন । নরেন্দ্র বলিলেন, আমি ত কিছুই মানতুম না।—জানেন । মুষ্টিার—কি, রূপ টুপ ? নরেন্দ্ৰ—তিনি যা যা বলতেন, প্রথম প্রথম অনেক কথাই মানতুম না। একদিন তিনি বলেছিলেন, তবে আসিস কেন ? : “আমি বললাম, আপনাকে দেখতে আসি, কথা শুনন্তে নয়।” মাষ্টার—তিনি কি বললেন ? নরেন্দ্ৰ—তিনি খুব খুসী হলেন । পরদিন শনিবার । ৯ই এপ্রিল ১৮৮৭ । ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা আহার করিয়াছেন ও একটু বিশ্রামও করিয়াছেন। নরেন্দ্র . & o