পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৯• শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৭, ৯ই এপ্রিল মাষ্টার-গান শুনে কি বললেন ? নরেন্দ্ৰ—ৰ্তার ভাব হ'য়ে গিছলো। রামবাবুদের জিজ্ঞাসা করলেন, এ ছেলেটি কে ? আহা কি গান ? আমায় আবার আসতে বললেন। নরেন্দ্র-তারপর রাজমোহনের বাড়ি। তারপর আবার দক্ষিণেশ্বরে। সেবার আমায় দেখে ভাবে আমায় স্তব করতে লাগলেন। স্তব ক’রে বলতে লাগলেন, “নারায়ণ, তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ ? “কিন্তু এ কথাগুলি কাহাকেও বলবেন না ।” ty মাষ্টার—আর কি বললেন ? . নরেন্দ্র—তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ । মাকে বলেছিলাম, 'মা আমি কি যেতে পারি ! গেলে কার সঙ্গে কথা কব ! মা, কামিনী-কাঞ্চন-ত্যাগী শুদ্ধ ভক্ত না পেলে কেমন করে পৃথিবীতে থাকবে ? বললেন, ‘তুই রাত্রে এসে আমায় তুললি, আর আমায় বললি আমি এসেছি। আমি কিন্তু কিছু জানি না, কলিকাতার বাড়িতে তোফা ঘুম মারছি। মাষ্টার—অর্থাৎ, छूमि az RNIŲ presente Tē, Absente বটে, ফ্লেমন ঈশ্বর সাকারও বটেন নিরাকারও বটেন ! নরেন্দ্ৰ—কিন্তু এ কথা কারুকে বলবেন না । [ নরেন্দ্রের প্রতি লোক শিক্ষার আদেশ ] নরেন্দ্ৰ—কাশীপুরে তিনি শক্তি সঞ্চার করে দিলেন । । মাষ্টার—যে সময়ে কাশীপুরের বাগানে গাছতলায় ধুনি জেলে বসতে, না ? * নরেন্দ্ৰ—হঁ। কালীকে বললাম আমার হাত ধর দেখি । কালী বললে, কি একটা shock তোমার গা ধরাতে আমার গায়ে লাগল । &