পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৪০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. چھه শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [১৮৮৭, જેફે હહિન્ન মাষ্টার—যখন ঠাকুর কাশীপুরে আছেন ? নরেন্দ্ৰ—ই। পাগলের মত বাড়ি থেকে বেড়িয়ে এলাম ! তিনি জিজ্ঞাসা করলেন, ‘তুই কি চাস ? আমি বললাম, ‘আমি সমাধিস্থ হয়ে থাকব।' তিনি বললেন ‘তুই ত বড় হীনবুদ্ধি ! সমাধির পারে যা ! সমাধি ত তুচ্ছ কথা ? মাষ্টার—হা, তিনি বলতেন, জ্ঞানের পর বিজ্ঞান । ছাদে উঠে আবার সিড়িতে আনাগোনা করা । নরেন্দ্ৰ—কালী জ্ঞান জ্ঞান করে । আমি বকি। জ্ঞান কততে হয় ? আগে ভক্তি পাকুক । “আবার তারকবাবুকে দক্ষিণেশ্বরে বলেছিলেন, ‘ভাব ভক্তি কিছু শেষ নয় ? মাষ্টার—তোমার বিষয় আর কি কি বলেছেন বল । নরেন্দ্ৰ—আমার কথায় এতো বিশ্বাস যে যখন বললাম, আপনি রূপ টুপ যা দেখেন ও সব মনের ভুল, তখন মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, নরেন্দ্র এই সব কথা বলেছে, তবে এ সব কি ভুল ? তারপর আমাকে বললেন, “মা বললে ও সব সত্য !? “বোধ হয় মনে আছে, “তোর গান শুনলে (বুকে হাত দিয়া দেখাইয়া ) এর ভিতর যিনি আছেন, তিনি সাপের ন্যায় ফেঁাস ক’রে যেন ফন ধ'রে স্থির হয়ে শুনতে থাকেন ? “কিন্তু মাষ্টার মহাশয়, এত তিনি বললেন, কই আমার কি হলো ” মাষ্টার—এখন শিব সেজেছ, পয়সা নোবার যো নাই। ঠাকুরের গল্প তো মনে আছে ? নরেন্দ্ৰ—কি, বলুন না একবার। মাষ্টার—বহুরূপী শিব সেজেছিল । যাদের বাড়ি গিছল, তারা . $