পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট— বরাহনগর মঠ లిసిరి একটা টাকা দিতে এসেছিল ; সে নেয় নি! বাড়ি থেকে হাত পা ধুয়ে । এসে টাকা চাইলে । বাড়ির লোকের বললে, তখন যে নিলে না ? সে বললে, তখন শিব সেজেছিলাম—সন্ন্যাসী—টাকা ছোবার যো নাই।' এই কথা শুনিয়া নরেন্দ্র অনেকক্ষণ ধরিয়া খুব হাসিতে লাগিলেন । মাষ্টার—তুমি এখন রোজা সেজেছ । তোমার উপর সব ভার। তুমি মঠের ভাইদের মানুষ করবে। নরেন্দ্ৰ—সাধন টাধন যা আমরা করছি, এ সব তার কথায় । কিন্তু Strange ( আশ্চর্য্যের বিষয় ) এই যে রামবাবু এই সাধন নিয়ে খোটা দেন। রামবাবু বলেন, ‘র্তাকে দর্শন করেছি, আবার সাধন কি ? মাষ্টার—ষার যেমন বিশ্বাস সে না হয় তাই করুক । . নরেন্দ্ৰ—আমাদের তিনি সাধন করতে বলেছেন । নরেন্দ্র ঠাকুরের ভালবাসার কথা আবার বলছেন । নরেন্দ্ৰ—আমার জন্ত মার কাছে কত কথা বলেছেন । যখন খেতে পাচ্ছি না—বাবার কাল হয়েছে—বাড়িতে খুব কষ্ট—তখন আমার জন্য মীর কাছে টাকা প্রার্থনা করেছিলেন । মাষ্টার—তা জানি ; তোমার কাছে শুনেছিলাম । নরেন্দ্ৰ—টাকা হলো না । তিনি বললেন, ‘মা বলেছেন, মোট ভাত মোটা কাপড় হ'তে পারে । ভাত ডাল হ’তে পারে।' “এতো আমাকে ভালবাসা,–কিন্তু যখন কোন অপবিত্র ভাব এসেছে অমনি টের পেয়েছেন ! অন্নদার সঙ্গে যখন বেড়াতাম, অসৎ লোকের সঙ্গে কখন কখন গিয়ে পড়েছিলাম। তার কাছে এলে আমার হাতে আর খেলেন না ; খানিকটা হাত উঠে আর উঠলো না । র্তার ব্যামোর সময় তার মুখ পৰ্য্যন্ত উঠে আর উঠলে না । বললেন, '. “তোর এখনও হয় নাই।’ * .