পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮২, ৫ই আগষ্ট বিদ্যাসাগর (মাষ্টারের প্রতি মূঢ়স্বরে)—ভাড়া কি দেব? ৷ মাষ্টার—আজ্ঞা না, ও হয়ে গেছে । বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। গাড়ী উত্তরাভিমুখে হাকাইয়া দিল। গাড়ী দক্ষিণেশ্বর কালী বাড়ীতে যাইবে । এখনও সকলে গাড়ীর দিকে তাকাইয়া দাড়াইয়া আছেন। বুঝি ভাবিতেছেন, এ মহাপুরুষ কে ? যিনি ঈশ্বরকে এত ভালবাসেন, আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন, আর বলছেন ঈশ্বরকে ভালবাসাই জীবনের উদেশ্ব ! o