পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুরুশিষ্য সংবাদ–গুহ্যকথা . . . . সন্ধ্যা হইল। ফরাস প্রকালীমন্দিরে ও ভরাধাকান্তের মন্দিরে ૭ অন্যান্ত ঘরে আলো জালিয়া দিল । ঠাকুর ছোট খাটুটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন। ঘরে ধুন দেওয়া হইয়াছে। একপাশ্বে একটি পিলসুজে প্রদীপ জ্বলিতেছে। কিয়ৎক্ষণ পরে শাক ঘণ্ট বাজিয়া উঠিল । ৬/কালীবাড়ীতে আরতি হইতেছে। শুক্লা দশমী তিথি চতুর্দিকে চাদের আলো । আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয়ে কথা কহিতেছেন। মণি মেজেতে বসিয়া আছেন । কৰ্ম্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন | ত্রীরামকৃষ্ণ ( মণির প্রতি )—নিষ্কাম কৰ্ম্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কৰ্ম্ম করে সে ভাল কাজ,-নিষ্কাম কৰ্ম্ম করবার (5છે করে। মণি-আজ্ঞা হঁ। আচ্ছা, যেখানে কৰ্ম্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয় ? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম । “যাহা রাম তাহ নাহি কাম, যাই কাম তাহা নাহি রাম।” শ্রীরামকৃষ্ণ-কৰ্ম্ম সকলেই করে—তার নাম গুণ করা এও কৰ্ম্ম —সোহহংবাদীদের ‘আমিই সেই এই চিন্তাও কৰ্ম্ম-নিশ্বাস ফেলা, এও কৰ্ম্ম । কৰ্ম্মত্যাগ করবার যে নাই। তাই কৰ্ম্ম করবে,-কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে।